৯৯ বছরের পুরোনো ক্লাব ঘরে তৈরি সেফ হোম, দেওয়া হবে অক্সিজেন পরিষেবা

  • ক্লাব ভবনেই তৈরি হল সেফ হোম
  • মালদহের হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি ৯৯ বছরের পুরোনো
  • অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন ক্লাবের সদস্যরা
  • বৃহস্পতিবার থেকে সেফ হোম চালু করা হয়েছে

মহামারীর দ্বিতীয় কবলে দেশ আবার দিশেহারা। একদিকে করোনা সংক্রমণ,অপরদিকে লকডাউন। বেকারত্বের ছায়া গ্রাস করছে বহু পরিবারকে। এই পরিস্থিতিতে সরকারের পরিষেবার আশায় বসে আছে মানুষ। এই সময় এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাব। এরকম পরিস্থিতিতে এমনই এক নজির দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরে। ক্লাব ভবনেই তৈরি হল সেফ হোম। মালদহের হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি ৯৯ বছরের পুরোনো ক্লাব। 

করোনাকালে কারও শ্বাসকষ্টের সমস্যা হলে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির সদস্যরা। এছাড়া নানাভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার নিজেদের ক্লাব ভবনে সেফ হোম চালু করল সংগঠন সমিতি। বৃহস্পতিবার থেকে ওই সেফ হোম চালু করা হয়েছে। গত বছর করোনা আবহে হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজে সেফ হোম চালু করা হয়েছিল। 

Latest Videos

সংক্রমিতদের অনেকেরই বাড়িতে সেল্ফ আইসোলেশনে থাকার অসুবিধা রয়েছে। অনেকেই স্বল্প উপসর্গ রয়েছে। তাঁদের এই সেফ হোমে রাখা হবে বলে জানানো হয়েছে। এই ধরণের রোগীদের কথা ভেবেই ক্লাব ঘরে সেফ হোম চালু করার পরিকল্পনা বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠন সমিতির সম্পাদক অনুপ দাস, সুবীর রায় চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য তারকেশ্বর রায় সহ অন্যান্যরা।

জেলার অন্যতম পুরনো ও মহকুমার প্রথম এই ক্লাবের নাম হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি। ৯৯ বছরের পুরনো এই ক্লাবের আজীবন সদস্যদের তালিকায় বহু বিশিষ্টরাই রয়েছেন। একসময় সদস্যরা নিয়মিত নাটক করতেন বলে ক্লাব ভবনটিকে বড়সড় প্রেক্ষাগৃহের আকারে তৈরি করা হয়। 

ক্লাবের চারটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। করোনাকালে বিভিন্ন সময়ে তারা সংক্রমিতদের সমস্যা হলে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন। কিন্তু সেফ হোমের সমস্যার কথা ভেবেই ক্লাব ভবনে তা চালু করতে উদ্যোগী হন কর্তৃপক্ষ। সংগঠন সমিতি সূত্রে জানা গিয়েছে, সেফ হাউসে ২০ জন থাকতে পারবেন। সংক্রমিতদের খাবারের বন্দোবস্ত তারাই করবেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত দেখভালের জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানানো হয়েছে।

সংগঠন সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য তারকেশ্বর রায় বলেন,"মানুষের সুবিধার জন্য এই সেফ হোম খোলা হল।আপাতত দুটি বেড রয়েছে।ভবিষ্যতে কুড়িটি বেড করা হবে।খাওয়া-দাওয়া অক্সিজেন এবং পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হবে।এইজন্য আমরা সরকারের সহযোগিতাও চায়।"সঙ্গে তিনি বলেন,"এই মুহূর্তে আমাদের কাছে চারটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।আরো দশটি সিলিন্ডার কেনার কথা আমরা ভাবছি।কিন্তু মালদা জেলায় কোথাও পাচ্ছি না।এই ক্ষেত্রেও প্রশাসন আমাদের সাহায্য করলে সুবিধা হবে।"

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার চিকিৎসক ছোটন মন্ডল বলেন,"করোনা আক্রান্তদের আলাদা ভাবে আইসোলেট করে রাখা যাবে। এটা নিঃসন্দেহে খুব ভাল উদ্যোগ। আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করবো। ওষুধপত্র, পরামর্শ এবং লোকবল যতটা দরকার। চাঁচলে ১০০ শয্যার একটি করোনা হাসপাতাল খোলা হয়েছে। সেখানেই আপাতত রোগীদের পাঠানো হচ্ছে। তবে তুলনামূলক যাদের কম উপসর্গ থাকবে তাদের এই সেফ হোমে রাখা যাবে। হরিশ্চন্দ্রপুরে সরকারিভাবে বর্তমানে এরকম কোন আইসোলেশন সেন্টার নেই। গত বছর ছিল। খোলা হবে কিনা সেটা প্রশাসনের ব্যাপার।"

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন