SSKM ছেড়ে এবার কি ভাগ্য়ে জেল, হেভিওয়েটদের চিকিৎসা নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করল CBI

 

  • এসএসকেমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি তিন হেভিওয়েট 
  •   তিনজনেরই শারীরিক অবস্থা এখন স্থিতিশীল 
  • শুক্রবার  মেডিক্যাল বোর্ডের বৈঠক হওয়ার সম্ভাবনা 
  • অংশ নেবেন এইমসের ৫ সদস্য়ের প্রতিনিধি দল 

Ritam Talukder | Published : May 21, 2021 6:07 AM IST / Updated: Jun 01 2021, 12:45 PM IST

এসএসকেমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি তিন হেভিওয়েট। মদন-শোভন-সুব্রত তিনজনেরই শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শুক্রবার এসএসকেম-র মেডিক্যাল বোর্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এইমসের ৫ সদস্য়ের প্রতিনিধি দলের। 

আরও পড়ুন, প্রাণের ভয়ে রাস্তায় কাটছিল রাত, তৃণমূলের বিধায়কের উদ্যোগে ঘরে ফিরল প্রায় ১০০ BJP কর্মী 


প্রসঙ্গত, সোমবার নারদকাণ্ডে পশ্চিমবঙ্গের ৪ জন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপরেই সোমবার রাতেই অসুস্থ হয়ে পড়েন  মদন-শোভন-সুব্রত-ফিরহাদ চারজনেই। মঙ্গলবার বিকেলেই ফিরহাদের আইনজীবি জানিয়েছিলেন, মক্কেলের জ্বর এসেছে। তবে বাবার সঙ্গে দেখা করার পর মেয়ে জানিয়েছিলেন সুস্থ আছেন এখন ফিরহাদ। রাতে জেল সূত্রে জানা যায়, মারাত্মক জ্বর এসেছিল ফিরহাদের। তাপমাত্রা ১০২ এর কাছাকাছি। ছিল পেট ব্যাথাও। এসএসকেমএ নিয়ে যেতে চেয়েছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে যেতে চাননি ফিরহাদ।  তবে এইমুহূর্তে তাঁর  শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। জ্বর-পেট ব্যাথা নেই ফিরহাদের। পাশাপাশি, উডবার্ণ চত্বরের ১০৬ নম্বর কেবিনকে নিয়েই ফিসফিস গুঞ্জন তুঙ্গে। দুপুরেই শোভনের ঘরে চলে আসেন বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আচমকা দাবি করে বসেন, হাসপাতালে শোভনের পাশের ঘরেই ভর্তি করতে হবে তাঁকেও।  তবে সুব্রত মুখোপাধ্যায় ঘরের বাইরে কোনও আওয়াজ নেই। 

আৎও পড়ুন, বেআইনি আর্থিক লেনদেনের জের, অর্জুন সিংহকে তলব করল CID 

যদিও চার হেভিওয়েটেরই কোভিড টেস্ট করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ। এদিকে বুধবার খোশ মেজাজে ছিলেন মদন মিত্র। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টে শুনানির দিন আসতেই আবার অসুস্থ হয়ে পড়েন মদন। পরে শুনানির দিন পরে পিছিয়ে যায়।এদিন তাই সংশোধনাগারে হাসপাতালে রেখেই চিকিৎসা সম্ভব কিনা, সকল বিষয়েই কথা হওয়ার সম্ভবনা রয়েছে। তবে হাসপাতালে ভর্তি কতটা যুক্তিযুক্ত, তা জানতেই সিবিআই নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করেছে।
 

Share this article
click me!