লকডাউনের মাঝে নয়া বিপত্তি, প্রাথমিক স্কুলে এবার বসল মদের আসর

  • লকডাউনের মাঝে নয়া বিপত্তি
  • মদের আসর বসল প্রাথমিক স্কুলে
  • দুষ্কৃতীদের কীর্তিতে হতবাক স্থানীয়েরা
  • তদন্তে পুলিশ
     

লকডাউনের মাঝে এবার নয়া বিপত্তি। শেষে কিনা প্রাথমিক স্কুলে রাতে অন্ধকারে বসল মদের আসর! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পোলবায়। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: গাঁজা বিক্রিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, সংঘর্ষ থামাতে লাঠিচার্জ পুলিশের

Latest Videos

লকডাউন চলছে, বাইরে বেরনোর উপায় নেই। জমায়েত বা আড্ডাও বন্ধ। হুগলির পোলবার সুগন্ধা নারায়ণপাড়া গ্রামে সরকারি প্রাথমিক স্কুলের এখন তালা ঝুলছে। পড়ুয়ারা যে যার বাড়িতে। এই সুযোগটাকেই কাজে লাগাল এলাকার কয়েকজন দুষ্কৃতীরা। শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন, স্কুলের একটি জানলা ভাঙা, ভিতরে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে মিড-ডে মিলের সামগ্রী। এমনকী, গ্যাস পুড়িয়ে ভাজা হয়েছে বেশ কয়েকটি পাঁপড়ও!  তাঁদের দাবি, লকডাউনের কারণে এখন কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। এলাকায় সকাল-সন্ধে যে আড্ডা বসত, তাও বন্ধ হয়ে গিয়েছে। মদের আসর বসানোর জন্য রাতের অন্ধকারে জানলা ভেঙে স্কুলের ঢুকেছিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, মিড-ডে মিলে তেলে পাঁপড়ও ভেজে খেয়েছে তারাই। 

আরও পড়ুন: সরকারি স্কুলের পড়ুয়াদের ক্লাস দূরদর্শনে, প্রশ্ন পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে

আরও পড়ুন: রামনবমীর দিন করোনা নাশ করতে যজ্ঞ করে 'পশ্চিমবাংলার মা'য়ের জন্য় প্রার্থনা করলেন তৃণমূল বিধায়ক

জানা গিয়েছে, পোলবার সুগন্ধা নারায়ণপাড়া গ্রামে দুষ্কৃতীদের উপদ্রব নেই। চুরি-ডাকাতির ঘটনার কখনও ঘটেনি। স্কুলে মদের আসর বসার ঘটনা রীতিমতো তাজ্জব বনে  গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে ঘুরে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। শুরু হয়ে তদন্ত।

উল্লেখ্য, লকডাউনের বাজারে এখন রাজ্যের সর্বত্রই মদের চাহিদা তুঙ্গে। দামও বাড়ছে হুহু করে। তিন থেকে চারগুণ দামে কালোবাজারি চলছে বাংলার মদের! শুক্রবার সকালে আবার লোকালয়ে গাঁজা বিক্রিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড বাধে মেদিনীপুর শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।  


 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News