চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দুরাবস্থায় ব্যথিত, থাকা-খাওয়ার দায়িত্ব নিলেন কংগ্রেস নেতা

  • করোনা সংক্রমণ ছড়াবে না তো? 
  • বাড়ি ভাড়া পাচ্ছেন না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা 
  • নিজের লজে তাঁদের থাকার ব্যবস্থা করলেন কংগ্রেস নেতা
  • বীরভূমের সিউড়ির ঘটনা
     

করোনা সংক্রমণের আশঙ্কায় যখন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ভাড়া দিতে চাইছে না অনেকেই, তখন উল্টো ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে। স্বেচ্ছায় স্বাস্থ্যকর্মীদের নিজের লজে থাকার জায়গা দিলেন কংগ্রেস জেলা সভাপতি। তাঁদের দু'বেলা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

আরও পড়ুন: 'সোশ্যাল ডিসট্যান্স' বজায় রাখতে অভিনব পদক্ষেপ, অনলাইন চেম্বার চালু মেয়রের

Latest Videos

সিউড়ি শহরের জেলখানা মোড়ে একটি লজ চালান কংগ্রেসের বীরভূমের জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী। লকডাউন ঘোষণার পর যথারীতি লজটি বন্ধ করে দিয়েছেন তিনি। সমস্ত কর্মীদের পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। অবসর সময়ে কী আর করবেন! আর পাঁচজনের মতো টিভিতে নিয়মিত করোনা সংক্রান্ত খবর দেখতেন সঞ্জয়। করোনা ভাইরাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছেন তাঁরা, অথচ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই থাকার জায়গা পাচ্ছেন না! তাঁদের ভাড়া বাড়িতে থেকে উচ্ছেদ করে দিচ্ছেন অনেকেই। এই ঘটনার কথা টিভি দেখেই জানতে পারেন সিউড়ির ওই লজ মালিক। সিদ্ধান্ত নিয়ে ফেলেন, নিজের শহরে অন্তত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করবেন। যেমন ভাবা, তেমনি কাজ। নিজের ইচ্ছা কথা চিঠি লিখে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিককে জানান সঞ্জয় অধিকারী। 

আরও পড়ুন: বিপদে গরিব মানুষদের সহায়, করোনা আতঙ্কের মাঝে মানবিকতার নজির কাশ্মীরি শালওয়ালার

জানা গিয়েছে, এখন তিনজন চিকিৎসক, একজন নার্স ও এক ড্রাগ কন্ট্রোল আধিকারিকের থাকার ব্যবস্থা হয়েছে সঞ্জয়বাবুর লজে। তাঁদের দু'বেলা সাধ্যমতো খাওয়ানোও হচ্ছে।  সঞ্জয় অধিকারী বলেন, 'দেশে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এখন সমস্ত মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে মানুষের সেবা করছেন। আমি তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।' তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি