লকডাউনেও বাজারে ভীড়, তাই করোনা রুখতে স্যানিটাইজার স্প্রে করল দিনাজপুরের দমকলবাহিনী

 

  • করোনা রুখতে তৎপর পুলিশের সঙ্গে দিনাজপুর দমকলবাহিনী 
  •  হোস পাইপের মাধ্যমে গোটা এলাকা স্প্রে করল দমকলবাহিনী   
  •  লকডাউনেও প্রচুর ক্রেতা রীতিমত ভীড় জমায় বাজারগুলিতে 
  • তাই জীবাণু মুক্ত করতে স্যানিটাইজার-ফিনাইল দিয়ে স্প্রে করা হল 


করোনা ভাইরাস  সংক্রমণ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও।  সংক্রমন এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে বাজারগুলিতে স্যানিটাইজিং করা হল। দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল রায়গঞ্জের  গোটা মোহনবাটি বাজার। নীচে বসা দোকান থেকে শুরু বাজারের সমস্ত দোকান ফুটপাত হোস পাইপের মাধ্যমে স্প্রে করল রায়গঞ্জ দমকলবাহিনী।  

আরও পড়ুন, ওষুধ খাওয়ার জলও পেলেন না করোনা আক্রান্ত ব্যক্তি, ভয়ঙ্কর অভিযোগ বেলেঘাটা আইডিতে

Latest Videos

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন পিরিয়ড চললেও প্রতিদিনই শয়ে শয়ে ক্রেতা বিক্রেতা তাদের পন্য সামগ্রী নিয়ে এসে ভীড় জমায় বাজারগুলিতে। মানা হয়না কোনও সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ দূরত্ব। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাওয়ায় রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার,  গোশালা বাজার,  দেবীনগর বাজার ও বন্দর বাজারগুলিতে এদিন দমকলের দুটি ইঞ্জিন স্যানিটাইজার স্প্রে করল। বাজারের সমস্ত দোকানপাট ও রাস্তাঘাট দমকলের ইঞ্জিন দিয়ে স্প্রে করা হল। 

আরও পড়ুন, শনিবার সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় চালু বাস পরিষেবা, জানুন বিস্তারিত


রায়গঞ্জ দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ নন্দ কুমার মন্ডল জানালেন, বাজারগুলিতে বহু মানুষের সমাগম হওয়ার পাশাপাশি প্রচুর নোংরা আবর্জনা হচ্ছে। এরফলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়। সংক্রমন এড়াতেই বাজারগুলিতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্যানিটাইজার ফিনাইল দিয়ে স্প্রে করা হচ্ছে। মূলত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন, বাংলার করোনায় দিল্লির গাফিলতি,তেহট্টের আক্রান্ত নিয়ে তথ্য় দেয়নি কেন্দ্র

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul