মর্মান্তির পরিস্থিতি, সদ্য প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। করোনায় আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছিলেন। এরপরই সামনে এসেছিল তাঁর স্ত্রী প্রতিমা ঘোষও করোনায় আক্রান্ত। কবি চেয়েছিলেন বাড়িতেই থেকে হোক চিকিৎসা। তাই বাড়িতেই এই দম্পতির চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। সংস্কৃতিক জগত হারিয়েছিল কবিকে। এরপর ক্রমেই অবস্থার অবনতী ঘটে থাকে তাঁর স্ত্রী প্রতিমা দেবীর।
শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় জীবনাবশান ঘটল তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বৃহস্পতিবার ভোর রাত থেকেই অবস্থার অবনতী ঘটতে থাকে। তিনি ছিলেন হোম আইসোলেশনেই। ভোর পাঁচটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ ৬৫ বছরের বৈবাহিক জীবন এই দম্পতির। মাত্র আট দিনের ব্যবধানেই জীবন যুদ্ধে ইতি টানলেন প্রতিমা দেবী। জলপাইগুঁড়ির মেয়ে তিনি। কলেজ জীবন থেকেই শঙ্খ ঘোষের সঙ্গে পরিচয়। বর্তমানে পরিবারের অনেকেই আক্রান্ত। কেউ কেউ হাসপাতালে রয়েছেন ভর্তি, কেউ আবার বাড়িতেই রয়েছেন। পরিবারের সকলের দ্রুত আরোগ্য কামনা করছেন যেমন সকলে, ঠিক তেমনই শোকের ছায়া নেমে এসেছে আরও একবার প্রতিমা ঘোষের প্রয়াণে।