করোনা আতঙ্কের মধ্যেই বাদুড় বিক্রির সিদ্ধান্ত চিনের, ভয়ঙ্কর পরিণতি আশঙ্কা বিজ্ঞানীদের

  • চিনে খোলা হচ্ছে ওয়েট মার্কট
  • বিক্রিয় হয় বাদুড়, প্যাঙ্গলিন, কুকুর
  • ওয়েট মার্কেট থেকেই ছড়িয়ে ছিল করোনাভাইরাস
  • আশঙ্কার কালো মেঘ দেখছেন বিজ্ঞানীরা

করোনাভাইরাসের সংক্রমণের ধাক্কা সবে কাটিয়ে উঠেছে চিন। এখনও পুরো দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। কিন্তু এই অবস্থার মধ্যেই চিন প্রশাসন তাদের দেশের সমস্ত ওয়েট মার্কেট আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী বিজ্ঞানীদের মতে চিনের এই ওয়েট মার্কেটগুলি করোনাভাইরাস সংক্রমণের আঁতুড় ঘর। এই ওয়েট মার্কেট থেকেই বিক্রিয় হয় বাদুড়, প্যাঙ্গলিন আর কুকুরের প্রাণী। যা চিনাদের রীতিমত প্রিয় খাবারের তালিকায় পড়ে। 

বিজ্ঞানীদের মতে চিনের হুবেই প্রদেশের ৫৫ বছরের এক বাসিন্দা  ওয়েট মার্কেট থেকেই প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তারপর থেকে উনানসহ চিনের একাধিক প্রদেশে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরায়। যা বর্তমানে বিশ্বজুড়ে রাজ করে চলেছে। একটি সূত্র জানাচ্ছে ইতিমধ্যে বেশকিছু ওয়েট মার্কেট ইতিমধ্যেই চালু হয়ে গেছে। যা রমরমিয়ে চলছে। করোনাভাইরাস সংক্রমণের আগে ঠিক যেমন চলত তেমন। তবে বর্তমানে ওয়েট মার্কটগুলির নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। রক্তে ভেজা মেঝে, জবাই করা ও খাঁচা বন্দি ভয়ঙ্কর প্রাণীদের ছবি তোলার ওপর ইতিমধ্যেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে ওয়েট মার্কেট থেকেই আবারও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। 

Latest Videos

আরও পড়ুনঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর করোনাই প্রথম কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান রাষ্ট্র

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে পথে দেখা নেই জনমানবের, জমেই রইল ১২০ কোটি টাকার পাহাড় .

এই ওয়েট মার্কেটগুলি বন্ধ করার জন্য বিশ্বের একাধিক দেশ বারবার অনুরোধ করেছিল চিনকে। গত ১২ই জানুয়ারি উনানের সীফুড মার্কেটও বন্ধ করার আবেদন জানান হয়েছিল। কিছু দিন বন্ধ রাখাও হয়েছিল। কিন্তু তারপর যেইকে সেই। 

চিনেও করোনাভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছিল। গত চার মাস ধরে প্রায় স্তব্ধ হয়েগিয়েছেন স্বাভাবিক জীবন। আক্রান্তের সংখ্যা ছিল কয়েক হাজার। মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজার মানুষের। চার মাস পরে কিছুটা করোনাভাইরাসের সংক্রমণ থেকে কিছুটা স্বস্তি মিললেও তা কতদিন স্থায়ী হবে তাই নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। কারণ করোনাভাইরাসের সংক্রমণের রেশ কাটতে না কাটতেই ওয়েট মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চিন। 

Share this article
click me!

Latest Videos

১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
PM Modi : 'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব'
শুক্রবার ৩ জানুয়ারি এই ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল