সাউদাম্পটনের রোজ বোলে মেঘলা আবহাওয়ায় টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। তিনি জানিয়েছেন, মেঘলা আবহাওয়ায় পিচ থেকে সবরকম সুবিধা তাঁরা তুলতে চান। অপর দিকে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছেন, তাঁরাও আগে বল করতেই চেয়েছিলেন। তবে তিনি মনে করছেন, গোটা ম্যাচেই একইরকম আবহাওয়া পরিস্থিতি থাকবে। তাই পরে বল করলেও অসুবিধা হবে না।
এদিন দুই দলেরই প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন হয়েছে। আগের ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন ওয়েস্টইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিন তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অপরদিকে প্রোটিয়া দলে এসেছেন ডেল স্টেইনের বদলে দেশ থেকে উড়ে আসা বিউরান হেন্ড্রিক্স এবং এডেন মার্করাম।
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভ্যান ডার ডুসেঁ, ডেভিড মিলার, অ্যান্দিল ফেহলুকাওইও, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, বিউরান হেন্ড্রিক্স
ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল, ওশেন থমাস, কেমার রোচ