৫৭ করলেই পিছনে পড়বেন সচিন, আরও এক বিশ্বরেকর্ডের সামনে কিং কোহলি

Published : Jun 13, 2019, 02:38 PM IST
৫৭ করলেই পিছনে পড়বেন সচিন, আরও এক বিশ্বরেকর্ডের সামনে কিং কোহলি

সংক্ষিপ্ত

আরও এক বিশ্বরেকর্ডের সামনে কোহলি। ৫৭ রান করলেই ১১০০০ ওডিআই রান। এই ব্য়াপারে দ্রুততম হয়ে টপকে যাবেন সচিনকে। ভারতীয়দজের মধ্যে ১১০০০ রান আর আছে সৌরভের।  

নিউজিল্যান্ড ম্যাচে ভারতের প্রথম তিন ব্যাটসম্যানের অন্যতম ভরসা শিখর ধাওয়ান নেই। ফলে রোহিত শর্মা ও বিরাট কোহলির ঘাড়ে এদিন বাড়তি দায়িত্ব রয়েছে। এর মধ্য়েই অবশ্য আরও একটি বড় মাপের বিশ্বরেকর্সামনে দাঁড়িয়ে আছেন ভারত, অধিনায়ক।

চাই মাত্র ৫৭ রান। তাহলেই সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ডে ভাগ বসাবেন কোহলি। পার করবেন একদিন ক্রিকেটে ১১০০০ রানের গণ্ডি। শুধু তাই নয়, 'মাস্টার ব্লাস্টার' কে টপকে 'চেজ মাস্টার'-ই হবেন এই ব্যাপারে দ্রুততম। আপাতত ২২১ ইনিংসে তাঁর রান ১০৯৪৩।

এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মাত্র ৮ জন ব্যাটসম্য়ান ১১০০০ রানের শিখরে পা রেখেছেন। এর মধ্যে দুইজন ভারতীয় - সচিন তেন্ডুলকার ও সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি ৮২ রান করেছেন। এই ভাবেই যদি তিনি খেলে যান তাহলে কিন্তু বিশ্বকাপ শেষ হয়ার আগেই তিনি সৌরভের একদিনের ক্রিকেটের রান (১১৩৬৩) -টা তিনি টপকে যাবেন।

 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে