টসে জিতল ওয়েস্টইন্ডিজ, আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া! ক্যারিবিয়ান দলে একটিই পরিবর্তন

Published : Jun 06, 2019, 02:52 PM IST
টসে জিতল ওয়েস্টইন্ডিজ, আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া! ক্যারিবিয়ান দলে একটিই পরিবর্তন

সংক্ষিপ্ত

টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ আগে বল করার সিদ্ধান্ত নিল দল অপরিবর্তিত অস্ট্রেলিয়ার ক্যারিবিয়ানদের দলে একটিই পরিবর্তন  

বিশ্বকাপ ২০১৯-এর দশম ম্যাচে টসে জিতল ওন্ডিজ। উইকেট বা পরিবেশ জোরে বোলিং-এর খুব সহায়ক হলেও ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার আগে বল করার সিদ্ধআন্তই নিলেন। অপরদিকে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন তাঁরা টসে জিতলেও আগে ব্যাটই নিতেন।

এদিন অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচের দলই অপরিবর্তিত রেখেছে। অপরদিকে এভিন লুইস সুস্থ হয়ে যাওয়ায় এই ম্যাচে তিনি ফিরছেন ওয়েস্টইন্ডিজ-এর প্রথম একাদশে। তাঁকে জায়গা করে দিতে এই ম্যাচে দলের বাইরে যাচ্ছেন ড্যারেন ব্রাভো।

দেখে নেওয়া যাক এইদিনের ম্যাচের দুই দলের প্রথম একাদশ -

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষ), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল, ওশেন থমাস।

 

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের
আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?