ধোনি-কোহলির অর্ধশতরানে মুখরক্ষা ভারতের! হল না গিয়ার বদল

  • টানা চার ম্যাচ অর্ধশতরান করলেন বিরাট কোহলি
  • অর্ধশতরান এল ধোনির ব্যাট থেকেও
  • কিন্তু রান তোলার গতি ভারত কখনই বাড়াতে পারল না
  • ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করল

বৃহস্পতিবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের ৩৪তম ম্যাচে প্রথম থেকেই প্রায় ওভার প্রতি ৫-এর বেশি করে রান করল ভারত।  কিন্তু ভারতের ক্রিকেট মডেল মেনে ডেথ ওভারে গিয়ার বদলে রানরেটটাকে ৬-এর উপরে নিয়ে যেতে এদিন কিন্তু পারলেন না ধোনি (৫৬) - পাণ্ডিয়া (৪৬)-রা। তার আগে বিরাট কোহলি ৭২ রান করে যান। সব মিলিয়ে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করল।


বৃহস্পতিবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের ৩৪তম ম্য়াচে প্রথম থেকেই প্রায় ওভার প্রতি ৫-এর বেশি করে রান করল ভারত। যা ভারতের ক্রিকেট মডেল। কিন্তু ডেথ ওভারে গিয়ার বদলে রানরেটটাকে ৬-এর উপরে নিয়ে যেতে এদিন কিন্তু পারলেন না ধোনি (৫৬) - পাণ্ডিয়া (৪৬)-রা। তার আগে বিরাট কোহলি ৭২ রান করে যান। সব মিলিয়ে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করল।

Latest Videos

এদিন টসে জিতে ব্য়াট নেওয়ার পর ইনিংসের শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। বল রোহিতের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে যায় উইকেটরক্ষকের হাতে। আলট্রাএজ ব্যবস্থাতেও বল ব্যাটে লেগেছে কিনা তা স্পষ্ট বোঝা যায়নি। তা সত্ত্বেও তাঁকে আউট দেন তৃতীয় আম্পায়ার।

এরপর খেলা ধরেছিলেন কেএল রাহুল (৪৮) ও বিরাট কোহলি (৭২)। ২১তম ওভারে রাহুল ফিরতেই ফের উদ্ভূত হল ভারতের মিডল অর্ডার সমস্যা। বিজয় শঙ্কর (১৪) ও কেদার যাদব (৭) রান পেলেন না। আর ধোনি ৬১ বলে ৫৬ রান করলেও ডেথ ওভারে রানের গতি কিছুতেই বাড়াতে পারলেন না। তুলনায় ভাল ব্যাট করলেন হার্দিক পাণ্ডিয়া (৩৮ বলে ৪৬)।

ওয়েস্টইন্ডিজের দলে স্টোক প্লেয়ার প্রচুর। কাজেই এই রানটা তোলা তাদের পক্ষে সহজ মনে হতে পারে আপাতভাবে। কিন্তু, ওল্ড ট্রাপোর্ডের পিচ কিন্তু ক্রমে মন্থর হচ্ছে। তাই বড় শট খেলা তাঁদের পক্ষে সহজ নাও হতে পারে।

 

Share this article
click me!

Latest Videos

নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |