দারুণভাবে বিশ্বকাপ ২০১৯ -এর শুরুটা করল ভারত। প্রথম ম্যাচেই দুরন্ত প্রদর্শন বোলিং বিভাগের। ৪ উইকেট নিলেন চাহাল, ২টি করে বুমরা-ভুবি। দক্ষিণ আফ্রিকার ৫০ ওভারে করল ২২৭/৯
এর থেকে ভাল শুরু ভারতে জন্য আর হতে পারত না। প্রথম ম্যাচেই দুরন্ত প্রদর্শন দেখা গেল ভারতীয় বোলিং বিভাগের তরফ থেকে। ৪ উইকেট নিলেন চাহাল। তবে প্রোটিয়াদের ভাঙাটা শুরুটা করেছিলেন বুমরা। যোগ্য সঙ্গত দেন ভুবনেশ্বর কুমারও। মরিস ও রাবাডার অষ্টম উইকেটের জুটিতে ৬৬ রান ওঠায় দক্ষিণ আফ্রিকার ৫০ ওভারে ২২৭/৯ রানে পৌঁছাল। নাহলে একসময় ১৫৮ রানে ৭ উইকেট হারিয়েছিল তারা। সেই সময় মনে হচ্ছিল পুরো ৫০ ওভারও প্রোটিয়া ইনিংস টিকবে না।