বিয়ের পরে অধিনায়ক হিসেবে উন্নতি করেছেন, বিশ্বকাপের আগে দাবি বিরাটের

  • বিশ্বকাপের আগে বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন বিরাট
  • বিয়ের ফলে অধিনায়ক হিসেবে দায়িত্ববোধ বেড়েছে, দাবি বিরাটের

 

বিয়ের পরে অধিনায়ক হিসেবে আরও উন্নত হয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে এমনই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর দাবি, শুধু ক্রিকেটার নন, বিয়ের পরে মানুষ হিসেবেও অনেক দায়িত্বশীল হয়ে উঠেছেন তিনি।

এর আগেও নিজের বিবাহিত জীবন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন বিরাট। অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়ে যে তাঁর  কেরিয়ারের পক্ষে ইতিবাচক ফল নিয়েই এসেছে, এমন দাবিও করেছেন বিরাট। ফের একবার বিরাট বোঝানোর চেষ্টা করলেন, বিয়ের পরে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তাঁর কতটা সুবিধে হচ্ছে। 

Latest Videos

লন্ডনে ক্যাপ্টেন্স মিডিয়া ডে-তে সংবাদমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিরাটকে প্রশ্ন করা হয়, অনুষ্কা শর্মাকে বিয়ের আগে এবং কীভাবে তাঁর জীবন বদলে গিয়েছে। জবাবে বিরাট বলেন, "বিয়ের পরে আপনি অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠেন। এটা বিয়ের আগে যে দায়িত্বগুলো থাকে তার থেকে অনেকটাই আলাদা। বিয়ের পরে আপনি সবকিছুই অনেক ভালভাবে বুঝতে পারবেন। একটি নির্দিষ্ট ভাবনার মধ্যে ফেলে আপনি প্রতিটি জিনিস বিচার করতে পারবেন।"

বিরাট আরও বলেন, "এখন আমি অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছি। এটা অধিনায়ক হিসেবেও আপনাকে সাহায্য করে। এটা শুধু আমার অধিনায়কত্ব নয়, মানুষ এবং খেলোয়াড় হিসেবেও আমাকে উন্নত করতে সাহায্য করেছে।"
বিরাটের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রাক্তন কোনও একজন ক্রিকেটারের নাম করতে যাঁকে তিনি এবারের বিশ্বকাপে দেখতে চান। জবাবে বিরাট বলেন, কিংবদন্তি অস্ট্রেলিয় লেগ স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে তিনি বিশ্বকাপে একই দলে খেলতে চান। বিরাটের কথায়,  যেভাবে ব্যাটসম্যানদের স্পিনের জালে জড়িয়ে বোকা বানাতেন ওয়ার্ন, সেটাই একই দলে থেকে উপভোগ করতে চান তিনি।
 

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News