হোটেলে ডেকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় ক্রিকেট কর্তা

বিহার ক্রিকেট অ্যাসোসিয়শনের (Bihar Cricket Association) সভাপতির (President) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করল এক মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস (Police)।
 

ফের একবার বিতর্কে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (Bihar Cricket Association)। সংস্থার সভাপতির (President) বিরুদ্ধে উঠল শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা। যার ফলে বেশ চাপে পড়ে গিয়েছে বিসিএ-র সভাপতি রাকেশ তিওয়ারী (Rakesh Tiwary)। যদিও ঘটনাটি গতবছরের হলেও ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন এখন। এই অভিযোগ সামনে আসার পরই চাঞ্চল্য তৈরি হয়েছে বিহা ক্রিকেটে। য়ার রেশ গিয়ে পড়েছে বিসিসিআই (BCCI) পর্যন্ত। দিল্লির সংসদ মার্গ থানায় রাকেশ তিওয়ারীর বিরুদ্ধে এফআইআর করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস (Police)। যদিও যদিও এ নিয়ে এখনও পর্যন্ত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ তিওয়ারির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

থানায় যে অভিযোগপত্র জমা দিয়েছেন ওই যুবতী তাতে তিনি জানিয়েছেন, গত বছর মার্চে একটি প্রতিযোগিতার বিজ্ঞাপনের জন্য তাঁর সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন রাকেশ তিওয়ারি। চুক্তি মতো সব কাজ হয়েও গিয়েছিল। কিন্তু তারপরও বকেয়া মেটাচ্ছিলেন না তিনি। সেই কারণেই রাকেশ গত ১২ জুলাই দিল্লি এলে তাঁর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন যুবতী। অভিযোগকারিনীর কথায়, রাকেশ তাঁকে নিয়ে একটি পাঁচতারা হোটেলে যান আলোচনার জন্য। কিন্তু তাঁর অভিসন্ধি টেরও পাননি যুবতী। সেখানেই নাকি শ্লীলতাহানির শিকার হন তিনি। ধর্ষণের চেষ্টাও করেন বলে অভিযোগ। কোনও রকমে তিনি সেখান থেকে পালিয়ে  বাঁচেন বলেও দাবি করেছেন ওই মহিলা। 

Latest Videos

কিন্তু কেন এক বছর ধরে বিষয়টি চেপে রেখেছিলেন ওই মহিলা সেই বিষয় নিয়েও প্রশ্ন ওঠে। সেই বিষয়ে অভিযোগকারীনি জানিয়েছেন,  অভিযুক্তের সঙ্গে বেশ কয়েকজন বড় মাপের রাজনৈতিক নেতার যোগাযোগ রয়েছে। সেই কারণেই ভয়ে প্রথমে চুপচাপ ছিলেন। পরে প্রতিবাদ করার সিদ্ধান্তে আসি ও থানায় অভিযোগ দায়ের করি। ঘচনার তদন্ত শুরু করলেও, বিষয়টিতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির নাম জড়িত থাকায় বিষয়টি গুরুতিব দিয়ে দেখছে পুলিস। অভিযোগের সত্যতা কতটা তাও খতিয়ে দেখছে পুলিস। তবে এমন অভিযোগে সামনে আসায় চাপ বেড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury