T20 WC 2021- টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের, লড়াই দিতে প্রস্তুত স্কটিশরা

আজ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এ (ICC T20 World Cup 2021) মুখোমুখি  আফগানিস্তান ও স্কটল্যান্ড (Afghanistan vs Scotland)। জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া দুই অধিনায়ক মহম্মদ নবি ( Mohammad Nabi) ও কাইল কোয়েটজার (Kyle Coetzer)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের।

আজ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এ (ICC T20 World Cup 2021) অভিযান শুরু করছে আফগানিস্তান (Afghanistan)। প্রতিপক্ষ গ্রুপ পর্বে অনবদ্য পারফর্ম করা স্কটল্যান্ড (Scotland)। শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। টি২০ বিশ্বকাপের সুপার ১২-এ (Super 12) সরাসরি যোগ্যতা অর্জন করেছে মহম্মদ নবি ( Mohammad Nabi), রাশিদ খানরা (Rashid Khan), হজরতুল্লাহ জাজাই,মহম্মদ শাহজাদরা। অপরদিকে, গ্রুপপর্বে বাংলাদেশকে হারিয়ে চমক দেয় স্কটল্যান্ড। তারপর পাপুয়া নিউ গিনি, ওমানকে হারিয়ে মূল পর্বে পৌছেছে কাইল কোয়েটজার (Kyle Coetzer), ম্যাথিউ ক্রসরা। আজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া দুই দল।

Latest Videos

শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হওয়ায় টস খুব গুরুত্বপূর্ণ বিষয় তা আইপিএল ও টি২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ থেকেই প্রমাণিত। এদিনের ম্যাচে টস ভাগ্য সাথ দেয় আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবির। তবে টস জিতে কিছুটা অবাক করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। আসলে বড় রানের টার্গেট সেট করে বিপক্ষকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত মহম্মদ নবির। তারপর শারজার স্পিন সহায়ক উইকেটে রাশিদ খান, মুজিবুর রহমান ও নবি নিজে স্পিন বল করে বিপক্ষকে আটকানোর রণকৌশল নিয়েছেন। তবে শিশির কতটা অসুবিধায় ফেলবে তা বলবে  ম্যাচের দ্বিতীয় ইনিংস।

আজকের ম্যাচে আফগানিস্তান দলের প্রথম একাদশের রয়েছেন, হজরতুল্লাহ জাজাই, মহম্মদ শাহজাদ, রাহেমেনুল্লাহ গুরবাজ, অজগর আফগান, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জর্ডান, গুলবদিন নইব, করিম জনাত, রাশিদ খান, নভিন উল হক, মুজিবুর রহমান। অপরদকি স্কটল্যান্ডের প্রথম একাদশে রয়েছেন, জর্জ মুনসে, কাইল কোয়েটজার, কালুম ম্যাকলোয়েড, রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভিস, মার্ক ওয়াট।   

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News