T20 WC 2021, লজ্জার হারের পরও নেটিজেনদেরে মন জিতলেন বিরাট কোহলি, জানুন কীভাবে

আইসিসি টি২০ বিশ্বকাপে ২০২১-এ (ICC T20 World Cup 2021) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে লজ্জার হার টিম ইন্ডিয়ার (Team India)। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫১ রান করে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অর্ধশতনের ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে ম্যাচ হারলেও মন জিতেছেন ভারত অধিনায়ক (Indian Captain)।

Asianet News Bangla | Published : Oct 25, 2021 12:24 PM IST / Updated: Oct 25 2021, 08:09 PM IST

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের (Pakistan)বিরুদ্ধে প্রথম হার ভারতের (India)। অধিনায়কের নাম বিরাট কোহলি (Virat Kohli)। চিরতরে এই পরিসংখ্যান লেখা হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসের পাতায়। যেই রেকর্ড আজহারউদ্দিন (Azharuddin), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), এমএস ধোনিরা (MS Dhoni)sএতদিন ধরে রেখেছিলেন। সেই লজ্জার রেকর্ডের অধিকারী হয়েছেন বিরাট। তবে ম্যাচে ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে সম্মানজনক জায়গায় পৌছে দিয়েছিলেন কোহলি। যখন শাহিন আফ্রিদির বোলিংয়ের সামনে ভেঙে পড়েছিল ভারতের টপ অর্ডার। তখন চোয়াল চাপা লড়াই করে খেলেছেন ৫৭ রানের ইনিংস। তবে হারের দুঃখ থাকলেও, ম্যাচ শেষে দেখা গেল এক অন্য বিরাটকে। যা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

আসলে ভারতের ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ উইকেটে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও অধিনায়ক বাবর আজম (Babar Azam)খেলেন অপরাজিত ৬৮ রানের ইনিংস। জয়সূচক শটের পর বাবর আজমের সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন রিজওয়ান। তারপরই রিজওয়ানদের শুভেচ্ছা জানান ভারতীয় অধিনায়ক বিরাট। হাসিমুখে রিজওয়ানকে জড়িয়ে ধরেন। বিরাটকে হাসিমুখে জড়িয়ে ধরেন রিজওয়ানও। পাক ক্রিকেটারকে যেইভাবে ভারত অধিনায়ক জড়িয়ে ধরেছেন তা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। চিরপ্রতীদ্বন্দ্বী দেশের ক্রিকেটারকে এইভাবে বিরাট আলিঙ্গন করায় তা পছন্দ হয়নি অনেকরই। তবে কোহলির ক্রিকেট স্পিরিট ভালো লাগার সংখ্যাই বেশি।

 

 

 

 

 

 

 

আরও পড়ুনঃT20 WC 2021 - ভাইরাল পাক মডেলের সঙ্গে শোয়েব মালিকের ঘনিষ্ঠ ছবি, সানিয়াকে এতবড় ধোকা, দেখুন

আরও পড়ুনঃT20 WC 2021, Ind vs Pak- পাক ক্রিকেটারের বউয়ের মনে 'বিরাট' রাজ, জানিয়েছিলেন 'মনের কথা'

আরও পড়ুনঃT20 WC 2021 - কোহলির জমানাতেই ভাঙল ভারতের রেকর্ড, একরাশ লজ্জা উপহার দিল পাকিস্তান

সাধারনত আগ্রাসী মেজাজেই দেখা যায় বিরাট কোহলিকে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারের পর এ যেন অন্য বিরাট। েকোহলি-রিজওয়ানের এই ছবি  ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনদের কেউ লেখেন,  'এই ছবিটা ক্রিকেট এবং স্পোর্টসম্যানশিপের প্রতি আমার বিশ্বাস গড়ে তুলেছে।' টুইটারে অপর এক নেটিজেন বলেন, ‘কতবার হৃদয় জিতবেন কোহলি?’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও টুইটারে বলা হয়, ‘ক্রিকেটের স্পিরিট।’ ফলে মাঠে ২২ গজের লড়াইয়ে বিরাট কোহলি ও তার দলের লজ্জার হার ঘটলেও, অধিনায়কের ক্রিকেটীয় স্পিরিট মন জিতে নিয়েছে দুই দেশের ক্রিকেট প্রেমিদের। 

Share this article
click me!