শুধু টেস্ট নয় একদিনের দলেও ফিরতে চান অজিঙ্ক রাহানে

Anirban Sinha Roy |  
Published : Nov 12, 2019, 06:52 PM IST
শুধু টেস্ট নয় একদিনের দলেও ফিরতে চান অজিঙ্ক রাহানে

সংক্ষিপ্ত

একদিনের জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ রাহানের টেস্ট ক্রিকেটে ফের নিজেকে প্রমান করাই পাখির চোখ রাহানের পিঙ্ক বল টেস্ট খেলতে মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক গোলাপি বলের অনুশীলনে মগ্ন রাহানে, পূজারারা

শুধু টেস্ট ম্যাচ নয় এবার একদিনের ক্রিকেটে দলে ফেরার ইঙ্গিত দিলেন ভারতের অন্যতম ভরসা যোগ্য ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে। টেস্ট ক্রিকেটে রান করতে থাকলে আগামী দিনে একদিনের ক্রিকেট দলেও ধারাবাহিক জায়গা পাবেন তিনি এমনটাই জানালেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক রাহানে। ভারতীয় একদিনের দলের চার নম্বর ব্যাটসম্যান নিয়ে এখনও মেটেনি সমস্যা। দিনের পর দিন বিভিন্ন ক্রিকেটারকে সেই জায়গায় সুযোগ দেওয়া হলেও, কাজের কাজ করতে পারেননি কেউ। এবার সেই জায়গায় ফের একবার ভেসে আসছে রাহানের নাম। তবে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে নিজেকে ফের একবার প্রমান করেই একদিনের ক্রিকেটে ফিরতে চান রাহানে।

 

 

ইতিমধ্যেই পিঙ্ক বল টেস্ট খেলতে ও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটাররা। সেই কারণে জোর কদমেই চলছে ভারতীয় দলের প্রস্তুতি। আর সেই  প্রস্তুতির মাঝেই মঙ্গলবার ভারতীয় দলে ফের একবার একদিনের ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করলেন রাহানে। ভারতীয় দলের সহ-অধিনায়ক এই বিষয় নিয়ে বলেন, 'এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ভালো খেলতে চাই। টেস্টে বড় রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে। সেটা করতে পারলেই সুযোগ হয়ে যেতে পারে একদিনের ক্রিকেটে। আমার কাজ দলের হয়ে ভালো খেলা। আর সেটা করতে পারলেই আমি ফের একদিনের ক্রিকেটে সুযোগ পাবো। এটাই আমার বিশ্বাস।'

আরও পড়ুন, আইসিসি ব়্যাঙ্কিংয়ের প্রথম স্থান ধরে রাখলেন বিরাট ও বুমরা

একই সঙ্গে পিঙ্ক বল টেস্ট নিয়ে এই মুহূর্তে মেতে আছেন ভারতীয় দলের সদস্যরা। একই সঙ্গে গোলাপি বলের টেস্ট ম্যাচ উন্মাদনায় রয়েছে কলকাতা শহরেও। এই বিষয় নিয়ে রাহানে বলেন, 'গোলাপি বলের টেস্ট নিয়ে সবাই ভাবছে। এনসিএতে বেশ কিছুদিন সেই বল দিয়ে আমরা অনুশীলন করেছি। রাতের বেলায় অনুশীলনও করেছি আমরা। এখন দেখার টেস্ট ম্যাচে কেমন প্রভাব ফেলবে পিঙ্ক বল। রাহুল দ্রাবিড়ের সঙ্গেও এই বিষয় নিয়ে কথা হয়েছে। ভালোই হবে আশা করছি।'

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০: আর্শদীপদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে শেষ প্রোটিয়ারা