খেলায় দুর্নীতি রুখতে সংসদে নজিরবিহীন ভাবে বিল পাস করল শ্রীলঙ্কা সরকার

  • খেলায় দুর্নীতি রুখতে নজিরবিহীন বিল পাস শ্রীলঙ্কা সরকারে
  • সংসদে বিল পাস করালেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী
  • বিল পাসে সমর্থন প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেটা ও সাংসদ অর্জুনা রণতুঙ্গার
  • ম্যাচ গড়াপেটা ও বেটিং রুখতে কড়া পদক্ষেপ শ্রীলঙ্কার
Anirban Sinha Roy | Published : Nov 12, 2019 11:04 AM IST

এবার খেলার মাঠে ম্যাচ গড়াপেটা নিয়ে সরব হল শ্রীলঙ্কার কেন্দ্রীয় সরকার। শ্রীলঙ্কার সংসদে পাস হয়ে গেল ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে বিল। শ্রীলঙ্কার সংসদে এই বিল পাস করে খেলাধুলোয় হওয়ায় দুর্নীতিকে রুখতে চাইছে শ্রীলঙ্কার সরকার। খেলার মাঠে সবরকমের দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ নিয়ে ফেললো শ্রীলঙ্কা সরকার। এক ধাক্কায় ১০ বছরের জেলও হতে পারে এমনটাই বলা হয়েছে এই বিলে। মঙ্গলবার শ্রীলঙ্কার সংসদে পাস হয়ে প্রিভেনশন অফ অফেন্সেস রিলেটেড টু স্পোর্টস বিল।

আরও পড়ুন, আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রাখলেন বিরাট ও বুমরা

Latest Videos

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী আগেই এই বিল তৈরি করার জন্য দুর্নীতি দমন শাখার সঙ্গে আলাদা করে বৈঠক করেছিল। একই সঙ্গে এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। তবে অবশেষে এই দ্বীপরাষ্ট্রের ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো সংসদে পেশ করেন এই বিল। আর সেই সঙ্গেই এই বিল পাস করতে সংসদে তাঁকে সমর্থন করেন বর্তমান শ্রীলঙ্কা সাংসদ ও প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা। তাঁর সঙ্গে জোর সমর্থন দিয়ে সংসদে এই বিল পাস করে ফেলেন ক্রীড়া মন্ত্রী ফার্নান্দো। ম্যাচ গড়াপেটা, খেলায় বেটিং ও কোনও রকমের দুর্নীতি করলেই এবার শ্রীলঙ্কার সরকারের তরফ থেকে তাঁদের শাস্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে এই বিলে।

আরও পড়ুন, প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০ হ্যাটট্রিক দীপকের, তথ্য বলছে অন্য কথা

বিলের নতুন আইন অনুযায়ী, বিলের নামকরণ করা হয়েছে, প্রিভেনশন অফ অফেন্সেস রিলেটেড টু স্পোর্টস। একই সঙ্গে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে এই বিলে বলা হয়েছে, কোনও ব্য়ক্তি যদি খেলার সঙ্গে জড়িয়ে কোনও রকমের দুর্নীতি করেন তাহলে সেই খেলোয়াড়কে ১০ বছর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হতে পারে। একই সঙ্গে  ৫০ হাজার থেকে ৫ লক্ষ্য ডলারের জরিমানাও দিতে পারে সেই খেলোয়াড়কে। এই বিষয় নিয়ে কড়া ভাবে সরব হয়েছে শ্রীলঙ্কার সরকার। এবার কোনও রকমের দুর্নীতি করার আগে বেশ কিছু বার ভাবতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটার সহ বাকি খেলোয়াড়দের।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)