বেন স্টোকসকেই বিশ্বের এক নম্বর অল রাউন্ডার বললেন আকাশ চোপড়া

Published : Jul 18, 2020, 11:18 PM ISTUpdated : Jul 18, 2020, 11:42 PM IST
বেন স্টোকসকেই বিশ্বের এক নম্বর অল রাউন্ডার বললেন আকাশ চোপড়া

সংক্ষিপ্ত

বেন স্টোকসের প্রশংসায় পঞ্চমুখ আকাশ চোপড়া বিশ্বের এক নম্বর অল রাউন্ডারের তকমা দিলেন স্টোকসকে সব ফর্ম্যাটেই বেন স্টোকসকে এগিয়ে রাখছেন আকাশ চোপড়া আগামি দিনেও স্টোকসের সাফল্যের বিষয়ে আশাবাদী প্রাক্তন ভারত ওপেনার  

২০১৯ বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের ৮৪ রানের ইনিংস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বিশ্বকাপের ইতিহাসে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জাত আগেই চিনিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। ওয়েস্ট অন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন বেন স্টোকস। প্রথম ম্যাচে হারলেও স্টোকসের আক্রমণাত্বক অধিনায়কত্ব নজর কেড়েছিল ক্রিকেট বিশ্বের। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটসম্যান হিসেবে নিজের দায়িত্বের আরও একবার পরিচয়ও দিয়েছেন স্টোকস।

আরও পড়ুনঃ১৬ বছরের শূন্যতা কাটিয়ে ইপিএলে প্রত্যাবর্তন লিডস ইউনাইটেড

তিন ফর্ম্যাটের ক্রিকেটে বেন স্টোকসের সাফল্য দেখে উচ্ছ্বসিত শুধু ইংল্যান্ডের বর্তমান ও প্রাক্তন তারকাাই নয়, উচ্ছ্বসিত গোটা ক্রিকেটে  বিশ্ব। বেন স্টোকসের ভক্ত প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে স্টোকস ১৭৬ রানের ইনিংস খেলেন। ১৭টি বাউন্ডারি ও দুটো ওভার বাইন্ডারিতে সাজানো স্টোকসের ইনিংস দেখার পরে আকাশ চোপড়া বলছেন, ‘‘এই মুহূর্তে তিনটি ফরম্যাটে বিশ্বের একনম্বর আলরাউন্ডার বেন স্টোকস। এ নিয়ে আমার মনে কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই।’’ ব্যাটের পাশাপাশি বল হাতেও বিপজ্জনক হয়ে ওঠেন স্টোকস।আকাশ চোপড়া বলছেন, ‘‘গত দু’বছরে টেস্টে ওর গড় ৪৩, ওয়ানডে-তে ৫৯। তিনটি ফরম্যাটেই ওর বোলিং গড়ও বেশ ভাল। সব দিক থেকে বিচার করলে স্টোকসই বিশ্বের একনম্বর অলরাউন্ডার।’’

আরও পড়ুনঃবেন স্টোকসকেই বিশ্বের এক নম্বর অল রাউন্ডার বললেন আকাশ চোপড়া

আরও পড়ুনঃকেনও তার নাম খেলরত্নের তালিকা থেকে সরানো হল,কারণ জানালেন স্বয়ং হরভজন সিং

২০১৯ বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ব্যাট সঠিক সময়ে গর্জে উঠেছিল। সেই কারণেই ইংল্যান্ডের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব হয়েছিল। আগামী দিনেও বেন স্টোকস একইভাবে ব্যাট ও বল হাতে বিশ্বের একের পর এক রেকর্ড ভাঙবেন বলে আশাবাদী আকাশ চোপড়া। টানা অধিনায়কত্বের সুযোগ পেলে সেখানেও বেন স্টোকস সাফল্য পাবে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

PREV
click me!

Recommended Stories

Virat Kohli Earnings: ইনস্টাগ্রাম থেকেই ঝুলিতে কোটি কোটি টাকা, একটি মাত্র পোস্ট থেকে কোহলির আয় কত জানেন?
IND vs NZ T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল?