পাকিস্তানিদের সঙ্গে একদলে ভারতীয়রা! আসছে অভিনব টি২০ ম্যাচ

Published : Jul 25, 2019, 07:59 PM ISTUpdated : Jul 25, 2019, 08:00 PM IST
পাকিস্তানিদের সঙ্গে একদলে ভারতীয়রা! আসছে অভিনব টি২০ ম্যাচ

সংক্ষিপ্ত

একই দলে খেলতে চলেছেন ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটাররা সেই দলে থাকবেন শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তানের ক্রিকেটাররাও ২০২০ সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিব উর রহমানের জন্মদিন আর সেই উপলক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদসের ম্যাচ  

ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলবেন পাকিস্তানিরা। এখানেই শেষ নয় সেই দলে থাকবেন শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেটাররাও! আর বিপক্ষ দলে একসঙ্গে দেখা যেতে পারে বেন স্টোকস কেইন উইলিয়ামন ডেভিড ওয়ার্নারদের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এমনই দুটি অভিনব টি২০ ম্যাচ দেখা যাবে বাংলাদেশের মাটিতে।

২০১০ সালের ১৭ই মার্চ বাংলাদেশেপ প্রাণপুরুষ মুজিব উর রহমানের শতবর্ষ পূর্ণ হচ্ছে। আর সেই উপলক্ষ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে দুটি টি২০ ক্রিকেট ম্যাচের আয়োজন করতে চলেছে। বিসিবি-এর সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, খেলাদুটি হবে মীরপুর ও শের ই বাংলা স্টেডিয়ামে।

ওই সময় দুটি মাত্র দল ছাড়া বাকি দলগুলির ক্রিকেট-ব্যস্ততা নেই। যাদের খেলা আছে, তাদেরও টি২০ ম্যাচ নেই বলে, বিশ্বের সেরা টি২০ ক্রিকেটারদেরই এই দুই ম্যাচে পাওয়ার আশা করছে বাংলাদেশ। ইতিমধ্য়েই প্রত্যেক আইসিসি পূর্ণ সদস্য দেশের কাছে এই ম্যাচের প্রস্থাব পাঠিয়েছে বাংলাদেশ। নাজমুল হক জানিয়েছেন প্রতি বোর্ডই এই উদ্যোগকে সমর্থন করবে বলে জানিয়েছে।    

 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?