ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলবেন পাকিস্তানিরা। এখানেই শেষ নয় সেই দলে থাকবেন শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেটাররাও! আর বিপক্ষ দলে একসঙ্গে দেখা যেতে পারে বেন স্টোকস কেইন উইলিয়ামন ডেভিড ওয়ার্নারদের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এমনই দুটি অভিনব টি২০ ম্যাচ দেখা যাবে বাংলাদেশের মাটিতে।
২০১০ সালের ১৭ই মার্চ বাংলাদেশেপ প্রাণপুরুষ মুজিব উর রহমানের শতবর্ষ পূর্ণ হচ্ছে। আর সেই উপলক্ষ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে দুটি টি২০ ক্রিকেট ম্যাচের আয়োজন করতে চলেছে। বিসিবি-এর সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, খেলাদুটি হবে মীরপুর ও শের ই বাংলা স্টেডিয়ামে।
ওই সময় দুটি মাত্র দল ছাড়া বাকি দলগুলির ক্রিকেট-ব্যস্ততা নেই। যাদের খেলা আছে, তাদেরও টি২০ ম্যাচ নেই বলে, বিশ্বের সেরা টি২০ ক্রিকেটারদেরই এই দুই ম্যাচে পাওয়ার আশা করছে বাংলাদেশ। ইতিমধ্য়েই প্রত্যেক আইসিসি পূর্ণ সদস্য দেশের কাছে এই ম্যাচের প্রস্থাব পাঠিয়েছে বাংলাদেশ। নাজমুল হক জানিয়েছেন প্রতি বোর্ডই এই উদ্যোগকে সমর্থন করবে বলে জানিয়েছে।