ফিরছে একাধিক প্রতিযোগিতা, ঘোষিত হলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন এক ঝলকে

২০২২-২৩ মরসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি (Indian Domestic Cricket Fixture) প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দলীপ ট্রফি দিয়ে শুরু হবে মরসুম। শেষ হবে রঞ্জি ট্রফি দিয়ে। ১৩ ডিসেম্বর থেকে হবে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। 

গত ২ বছর করোনার কারণে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচির আয়োজন করা সম্ভব হয়। এক মরসুম বাদ গিয়েছে রঞ্জি ট্রফি। গত মরসুমে রঞ্জি ট্রফি হলেও অনেক ছোট ফর্ম্যাটে করা হয়েছিল প্রতিযোগিতা। তবে এবার পুরো দমে ফিরতে চলেছে ঘরোয়া ক্রিকেট। দলীপ ট্রফি, ইরানি কাপ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, রঞ্জি ট্রফি আয়োজিত হতে চলেছে সব প্রতিযোগিতা। ঘরোয়া ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের ঘোষিত সূচি অনুযায়ী ৮ সেপ্টেম্বর দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেটের মরসুম। তারপর হবে ইরানি কাপ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি। শেষে হবে রঞ্জি ট্রফি। একেবারে পুরো দমে ঘরেয়া ক্রিকেটের সব প্রতিযোগিতা হওয়ায় খুশি ক্রিকেটাররা।

এক ঝলকে দেখে নিন ২০২২-২০২৩ মরসুমে বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের সূচি-

Latest Videos

দলীপ ট্রফি-
কবে শুরু: ৮ সেপ্টেম্বর, ২০২২।
কবে শেষ: ২৫ সেপ্টেম্বর, ২০২২।
ফর্ম্যাট: ফার্স্ট ক্লাস (নক-আউট)।
কতগুলি দল অংশ নেবে: ৬টি।

ইরানি কাপ-
কবে অনুষ্ঠিত হবে: ১-৫ অক্টোবর, ২০২২।
ফর্ম্যাট: ফার্স্ট ক্লাস।


সৈয়দ মুস্তাক আলি ট্রফি-
কবে শুরু: ১১ অক্টেবর, ২০২২।
কবে শেষ: ৫ নভেম্বর, ২০২২।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের তিনটি গ্রুপ এবং ৭টি দলের ২টি গ্রুপ।
ফর্ম্যাট: টি-২০ (লিগ ও নক-আউট)।

বিজয় হাজারে ট্রফি-
কবে শুরু: ১২ নভেম্বর, ২০২২।
কবে শেষ: ২ ডিসেম্বর, ২০২২।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের তিনটি গ্রুপ এবং ৭টি দলের ২টি গ্রুপ।
ফর্ম্যাট: ওয়ান ডে (লিগ ও নক-আউট)।

রঞ্জি ট্রফি-
কবে শুরু: ১৩ ডিসেম্বর, ২০২২।
কবে শেষ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের চারটি এলিট গ্রুপ এবং ৬টি দলের ১টি প্লেট গ্রুপ।
ফর্ম্যাট: ফার্স্ট ক্লাস (লিগ ও নক-আউট)।

প্রসঙ্গত, ভারতের প্রধান ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির দুটি বিভাগ থাকবে; ১) এলিট এবং ২) প্লেট। এলিট গ্রুপে ৩২টি দল থাকবে এবং হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ৮টি দলের ৪টি গ্রুপ থাকবে এবং প্রতিটি দল লিগ পর্বে ৭টি ম্যাচ খেলবে। চারটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্লেট গ্রুপে ১৫টি লিগ ম্যাচ সহ ৬টি দল থাকবে এবং শীর্ষ ৪টি সরাসরি সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে এবং নীচের দুটি ৫ম/৬ষ্ঠ স্থানের জন্য একে অপরের বিরুদ্ধে খেলবে। এলিট গ্রুপ এবং প্লেট গ্রুপ লিগের উভয় ম্যাচই ১৩ই ডিসেম্বর শুরু হবে এবং প্লেট লিগ ২৯শে জানুয়ারি ও এলিট গ্রুপ ২০শে ফেব্রুয়ারি শেষ হবে।

আরও পড়ুনঃকমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের সেরা ১০টি ছবি, দেখে নিন এক ঝলকে

আরও পড়ুনঃএশিয়া কাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল, কে আসল দলে আর কে পড়ল বাদ, দেখে নিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia