ভারতীয় দলে প্রত্যাবর্তন এমএস ধোনির, বিশ্বকাপ দলে মাহিকে দেখা যাবে নতুন ভূমিকায়

টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ জন প্লেয়ারের পাশাপাশি ৩ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে নতুন ভূমিকায় দেখা যাবে এমএস ধোনিকে।
 

আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২১-এর জন্য বুধবার রাতে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ জনের দলের পাশাপাশি ৩ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপ দলে সব থেকে বড় চমক হল টিম ইন্ডিয়ায় মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন। টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন ২ বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বিরাট কোহলি-রোহিত শর্মাদের দলের সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে মাহিকে। 

Latest Videos

টি২০ বিশ্বকাপ দলের সঙ্গে মেন্টরের ভূমিকায় থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার দল গঠনের পর এই ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে মেন্টর করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’ টি২০ বিশ্বকাপ দলে যে মেন্টর হিসেবে এমএস ধোনিকে নিয়ে যাওয়া হবে তা অনেকই কল্পনা করতে পারেনি। ধোনির দুটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের।

 

 

প্রসঙ্গত টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলেও রয়েছে চমক। এক ঝলকে দেখে নিন আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য গঠিত ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। স্ট্য়ান্ডবাই ক্রিকেটার হিসেবে যাচ্ছেন শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?