করোনা পরিস্থিতির মধ্যেই ক্রিকেটারদের তিন মাসের বেতন মিটিয়ে দিল বিসিসিআই

  • করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছে সব দেশের আন্তর্জাতিক ক্রীড়া সূচি
  • করোনার কারণে টালমাটাল বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা
  • তার মধ্যেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির প্লেয়ারদের বেতন মিটিয়ে দিল বোর্ড
  • প্লেয়ারদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে
     

করোনা ভাইরাসের জেরে স্তব্ধ ক্রীড়া বিশ্ব। ফুটবল, ক্রিকেট, টেনিস থেকে শুরু হকি বন্ধ সমস্ত ধরনের খেলা ফুটবলের ক্ষেত্রে কোভিড ১৯-এর প্রভাব সবথেকে বেশি হলেও, ক্রিকেটের ক্ষেত্রেও প্রভাব কম নয়। বন্ধ হয়ে গিয়েছে বিশ্ব জুড়ে সমসস্ত আন্তর্জাতিক ক্রিকেট। স্থগিত হয়ে গিয়েছে আইপিএল সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলি।  খেলা বন্ধ হয়ে যাওয়াতে বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে । ব্যতিক্রম নয় ভারতীয় ক্রিকেট বোর্ডও। আইপিএল স্থগিত হয়ে যাওয়াতে প্রচুর ক্ষতির মম্মুখীন হতে হয়েছে ভারতীয় বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিগুলির। প্রতিযোগিতা যদি শেষ পর্যন্ত না হয় তাহলে কোটি কোটি টাকার ক্ষতি অবধারিত। কিন্তু এত কিছুর পরও ক্রিকেটারদের বেতন দিতে এতটুকু দেরি করল না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

আরও পড়ুনঃলকডাউনে মোবাইল নেটওয়ার্ক পেতে রোজ মগডালে উঠছেন আইসিসির আম্পায়ার

Latest Videos

করোনার প্রভাবে খেলা বন্ধ হয়ে যাওয়াতে বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে । তবুও কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা সমস্ত ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের অধীনে থাকা সমস্ত ক্রিকেটারদের তিন মাসের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। করোনার ভয়াবহতার কারণে অন্য দেশের ক্রিকেট বোর্ড অবশ্য বেতনে কাটছাঁট করেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতন কম নেবেন জানা গিয়েছে । করোনা লড়াইয়ে ভারত যখন লড়াই চালাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড অবশ্য বিরাট-রোহিতদের পাশে দাঁড়াল। আগে যেভাবে বিসিসিআই ক্রিকেটারদের পাশে ছিল, একই ভাবে বিপদের সময়ও পাশে থাকল।বিসিসিআই বেতন কাটার পথে হাঁটেনি। ফলে বোর্ডের চুক্তির আওয়ায় থাকা ক্রিকেটাররা সময় মতোই বেতন পেলেন।

আরও পড়ুনঃলিভারপুলের কিংবদন্তী কেনি ডালগ্লিশ করোনায় আক্রান্ত, চিকিৎসাধীন হাসপাতালে

আরও পড়ুনঃফের করোনার থাবা ফুটবল বিশ্বে, আক্রান্ত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ব্রিটিশ ফুটবালর নর্ম্যান হান্টার

উল্লেখ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে। করোনার সামাজিক সংক্রমণ রুখতে দেশে এখন চলছে ২১ দিনের লকডাউন। পরবর্তী সময়ে ১৪ এপ্রিল ভারতে লকডাউন খুললেও আইপিএল এবছর শুরু হবে কিনা, সেই নিয়ে উদ্বেগ রয়েছে। করোনা মোকাবিলায় ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে বিসিসিআইও। শুধু বোর্ড নয় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও যথাসাধ্য অনুদান দিচ্ছেন করোনা যুদ্ধে। এরইমধ্যে বিসিসিআইয়ের মসস্ত ক্রিকেটারদের বেতন মিটিয়ে দেওয়ার ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সসকলে।
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি