রোহিত শর্মাকে 'সিংহাসন' ছাড়ছেন না বিরাট কোহলি, নিশ্চিৎ করল বিসিসিআই

Published : Sep 13, 2021, 06:06 PM ISTUpdated : Sep 13, 2021, 06:08 PM IST
রোহিত শর্মাকে 'সিংহাসন' ছাড়ছেন না বিরাট কোহলি, নিশ্চিৎ করল বিসিসিআই

সংক্ষিপ্ত

রোহিত শর্মার অধিনায়ক হওয়ার খবরে জল ঢালল বিসিসিআই। তেমন কোনও আলোচনাই হয়নি বলে জানালেন অরুণ ধুমল। তিন ফর্ম্যাটেই অধিনায়ক থাকছেন বিরাট কোহলি।

আইপিএল ও টি২০ বিশ্বকাপের আগে সোমবার সকালে একটি খবর ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে ঝড় তুলেছিল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, আসন্ন টি২০ বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেট অধিনায়কত্বের দায়িত্ব ছাড়তে চলছেন বিরাট কোহলি। সেই জায়গায় সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতে চলেছেন রোহিত শর্মা। এই খবর সামনে আসতেই আলোড়িত হয় ক্রিকেট বিশ্ব। বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে শুরু হয় নানা জল্পনা, কল্পনা, বিশ্লেষণ।

যদিও বিসিসিআই বা বিরাট কোহলির পক্ষ থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনও কিছুই জানানো হয়নি। বেলা গড়াতে না গড়াতেই এই বিষয় সামাল দিতে ময়দানে নামে বিসিসিআই। বিরাটের অধিনায়কত্বের ছাড়ার জল্পনা একেবারে নস্য়াৎ করে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়,টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্ব বিরাট কোহলি ছেড়ে দিচ্ছেন বল যে খবর রটেছে, তা একেবারেই ভিত্তিহীন। এমন কোনও কিছুই ঘটছে না। বিরাট কোহলি-ই তিন ফর্ম্যাটের অধিনায়ক থাকছেন। অরুণ ধুমল জানিয়েছেন,'এই ধরনের খবরের কোনও সত্যতা নেই।  বিশ্বকাপ পরবর্তী সময়েও তিন ফর্ম্যাটেই অধিনায়ক থাকছেন বিরাট কোহলি।'

প্রসঙ্গত, বিগত কিছু সময় ধরে কথা বলছিল না বিরাটের ব্যাট। প্রায় ২ বছর ধরে বিরাট কোহলির ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে আসেনি কোনও সেঞিচুরি। যার ফলে অনেকেই বলছিলেন, তিন ফর্ম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে গিয়ে ব্যাটিং নষ্ট হচ্ছে কোহলির। তাই এই খবর ছড়িয়ে পড়তেই সকলেই বিশ্বাসও করে নিয়েছিলেন। কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে সরকারিভাবে বিরাটের অধিনায়কত্বের ছাড়ার বিষয়টি নস্যাৎ করে দেওয়ায়যাবতীয় জল্পনার অবসান হল। স্বস্তি পেল কোহলি ফ্যানেরাও।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?