ঋদ্ধিকে হুমকি ঘটনায় কঠোর বিসিসিআই, অভিযুক্ত সাংবাদিকের কঠিন 'শাস্তি'

Published : Apr 24, 2022, 05:32 PM IST
ঋদ্ধিকে হুমকি ঘটনায় কঠোর বিসিসিআই, অভিযুক্ত সাংবাদিকের কঠিন 'শাস্তি'

সংক্ষিপ্ত

ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) সাক্ষাৎকারের জন্য সাংবাদিকের হুমকি মেসেজ (Journalist Threat Message)। অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের পথে বিসিসিআই। 

ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান বাংলার ঋদ্ধিমান সাহাকে সাংবাদিকের হুমকি মেসেজের ঘটনায় কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে বিসিসিআই। টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর  হোয়াটস অ্যাপ চ্যাটে  ঋদ্ধিকে সাক্ষাৎকার দিতে বলেছিলেন  ওই সাংবাদিক। ঋদ্ধি কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। সেই  চ্যাটের স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করেন ঋদ্ধি। তারপরই তোলপার হয়েছিল ভারতীয় ক্রিকেট। ঘটনায় তদন্তের জন্য  তিন সদস্যের  কমিটি গড়েছিল বিসিসিআই। প্রথমে  ঋদ্ধি ওই সাংবাদিকের কেরিয়ারের কথা ভেবে নাম জানাতে রাজি ছিলেন না। পরে বিসিসিআইয়ের তদন্ত কমিটির কাছে নাম জানান ঋদ্ধিমান। জানা ওই সাংবাদিকের নাম বোরিয়া মজুমদার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী  ঋদ্ধিকে হুমকি দেওয়ার অপরাধে বোরিয়া মজুমদারকে দু’বছরের জন্য নির্বাসিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কী ছিল ঋদ্ধির ফাঁস করা চ্যাটে-
ঋদ্ধিমান সাহা ১৯ ফেব্রুয়ারি যে স্ক্রিন শট শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে ১০টা ১৮ মিনিটে একটি চ্যাট ঋদ্ধিকে ওই সাংবাদিক লিখেছেন,  'আমার সঙ্গে একটা ইন্টারভিউ কর। (তোমার জন্য) ভালো হবে।' এক মিনিট পরেই আরও একটি মেসেজ এসেছে। তাতে বলা হয়েছে, 'ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সবথেকে বেশি সাহায্য করতে পারবে।' রাত ১০ টা ৪৩ মিনিটের একটি মেসেজে বলা হয়েছে, 'তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারে সহজে অপমান মেনে নিই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।' তারইমধ্যে ঋদ্ধির পোস্ট করা স্ক্রিনশটে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হোয়্যাটসঅ্যাপ কলের বিষয়টি ধরা পড়েছে। যা মিসড কল হয়ে গিয়েছিল। এই চ্য়াটের স্ক্রিন শট শেয়ার করে ঋদ্ধি লেখেন, 'ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।' 

 

 

কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই-
ঋদ্ধির অভিযোগ শোনার পর বোরিয়া মজুমদারের বক্তব্য শোনে বিসিসিআইয়ের তদন্ত কমিটি। সেখানে পাল্টা বোরিয়া বলেন, তাঁর হোয়াটসঅ্যাপ বার্তা বিকৃত করেছেন ঋদ্ধি।  উভয় পক্ষের বক্তব্য শোনার পরই ওই সাংবাদিককে ২ বছরের জন্য নির্বাসিত করতে চলেছে বিসিসিআই।  এই দু’বছরে ভারতের ঘরোয়া কোনও ম্যাচে ওই সাংবাদিককে ঢুকতে দেওয়া হবে না। বিসিসিআই তাদের অনুমোদিত সবকটি সংস্থাকে জানিয়ে দেবে, তাঁকে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়। তাছাড়া আইসিসিকেও একটি চিঠি লিখে বোরিয়াকে ‘ব্যাকলিস্ট’ করার আবেদন জানাবে বিসিসিআই।

আরও পড়ুনঃইডেনে আইপিএলের দুটি ম্যাচ, কলকাতার ক্রিকেট প্রেমিদের জন্য রয়েছে আরও সুখর

আরও পড়ুনঃকেন সচিন তেন্ডুলকরকে 'ক্রিকেট ঈশ্বর' বলা হয়, ৪৯ তম জন্মদিনে জানুন সেই ১০টি কারণ

আরও পড়ুনঃছদ্মবেশে সচিনের বাড়ি কী করতে গিয়েছিলেন এই সুন্দরী, হাতেনাতে পড়েছিলেন ধরা, জন্মদিনে জানুন অজানা কাহিনি

 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে