নতুন অধিনায়কের অধীনে লক্ষ্য তৃতীয়বার আইপিএল জয়, কতটা শক্তিশালী হল কেকেআর

আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হতে বাকি কয়েকটা দিন। ইতিমধ্যেই অনুশীলন (Practice) শুরু করে দিয়েছে সবকটি দল। নতুন অধিনায়ক (Captain) শ্রেয়স আইয়রের (Shreyas Iyer) অধীনে কতটা শক্তিশালী দল হল কেকেআরের (KKR)দেখে নিন।
 

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২। ১০ দলের আইপিএলকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার কোনও খামতি নেই।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম মরসুমের প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে কেকেআরকে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে কলকাতা তথা বাংলার ক্রিকেট প্রেমিদের জন্য। কারণ ২০১২ ও ২০১৪ সালের পর আর ট্রফি জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। গতবার ফাইনালে পৌছালেও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি কেকেআরের। এবার নতুন অধিনায়র শ্রেয়স আইয়র অধীনে নতুন  শুরু ও তৃতীয় বার ট্রফি জয়ের লক্ষে নামবে তিলোত্তমার প্রাণের দল।

আইপিএলের আসন্ন মরসুম উপলক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল মেগা নিলাম থেকে এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কেকেআর। গতবারের থেকে দলে বেশ কিছু পরিবর্তনও হয়েছে। গতবার দলের অধিনায়ক ছিলেন ইয়ন মর্গ্যান। তাকে এবার দলে রাখাই হয়নি। সেই জায়গায় এবার নিলামে অলআউট ঝাপিয়ে ১২.২৫ কোটি টাকা দিয়ে ভারতীয় তারকা ব্যাটসম্যানকে দলে নিয়েছে কেকেআর। তাকেই অধিনায়ক করা হয়েছে। নতুন ভূমিকায় দলকে সাফল্য এনে দিতে মরিয়া নাইটদের নতুন নেতা। আইপিএল ২০২২ মরসুম শুরু হওয়ার আগে দেখে নিন কেকেআরের টিম প্রোফাইল।

Latest Videos

ব্যাটসম্যান-
কেকেআরের ব্য়াটিং লাইনআপে বিদেশী ও ভারতীয় ক্রিকেটারদের মিশ্রণে যথেষ্ট শক্তিশালী। যেখানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন  শ্রেয়স আইয়ার (১২.২৫কোটি),  নীতীশ রানা (৩.৪ কোটি), অজিঙ্কা রাহানে (১ কোটি), রিংকু সিং (৫৫ লক্ষ),অভিজিৎ তোমর (৪০ লক্ষ), রমেশ কুমার (২০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ)। এছাড়া গতবারের রিটেন করা ক্রিকেটার হিসেবে রয়েছে ওপেনার ভেঙ্কটেশ আইয়র (৮ কোটি)।

অলরাউন্ডার-
কেকেআর দলে এবার একাধিক অলরাউন্ডার রয়েছে। একদিকে যেমন ১২ কোটি টাকা দিয়ে নিলামের আগেই রিটেন করা হয়েছে টি২০ ক্রিকেটে অন্যতম সেরা ম্যাচ ফিনিশার আন্দ্রে রাসেলকে। তাছাড়াও এবার নিলামে দলে নেওয়া হয়েছে মহম্মদ নবি (১ কোটি), অনুকূল রায় (২০ লক্ষ), চমিকা করুনারত্নে (৫০ লক্ষ), আমান খানদের (২০ লক্ষ)। 

উইকেট রক্ষক-
এবার কেকেআরে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে কাদের নেওয়া হবে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল। নিলামে ভারতীয় তরুণ তারকা শেলডন জ্যাকসনকে ৬০ লক্ষ চাকার বিনিময়ে দলে নেয় কেকেআর। এছাড়া বাবা ইন্দ্রজিৎকে বেস প্রাইজ ২০ লক্ষ টাকায় কেনে কেকেআর। নিলামের দ্বিতীয় দিনে বিদেশী উইকেট রক্ষক-ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মারকাটারি ব্যাটসম্যান স্যাম বিলিংসকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর।

বোলার-
দলের স্পিন বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী (৮ কোটি), সুনীল নারিনকে (৬ কোটি) রিটেন করেছিল কেকেআর। এছাড়া পেস অ্যাটাকে গতবার কেকেআর খেললেও এবার নিলামের আগে প্যাট কামিন্স রিলিজ করে ফের নিলামে ৭.২৫ কোটি  টাকা দিয়ে তাকে দলে নেয় কেকেআর। এছাড়া , উমেশ যাদব (২ কোটি), রাসিখ দার (২০ লক্ষ), টিম সাউদি (১.৫ কোটি), অশোক শর্মা (৫৫ লক্ষ), শিবম মাভিকে  (৭.২৫ কোটি) দলে নেয় কেকেআর।

ফলে একদিকে যেখানে ব্য়াটিং লাইনআপে রয়েছে শ্রেয়স আইয়র, ভেঙ্কটেশ আইয়র, অজিঙ্কে রাহানে, নীতিশ রানাদের মত অভিজ্ঞ ব্যাটস্যম্য়ানরা। তেমনই উইকেট রক্ষক হিসেবে স্যাম বিলিং ও শেলডন জ্যাকসনরা মারকাটারি ক্রিকেট খেলে নিজেদের প্রমাণ করতে চাইবে। অলরান্ড অপশনে আন্দ্রে রাসেল একাই এককশো। সুযোগ পেলে যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবেন মহম্মদ নবিও। বোলিং লাইনে নারিন ও বরুণের মিস্ট্রি স্পিন বড় অস্ত্র কেকেআরের। এছাডা পেস বিভাগে আগুন ঝরানোর জন্য রয়েছে প্যাট কামিন্স, টিম সাউদি, শিবম মাভিরা। সব মিলিয়ে নতুন মরসুমের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নাইট আর্মি।

আরও পড়ুনঃকেকেআরে শিবিরে যোগ দিয়ে চমক দিলেন আন্দ্রে রাসেল, দেখুন ভিডিও

আরও পড়ুনঃকেকেআর অনুশীলনে মারছেনএকের পর এক বিশাল ছক্কা, কে এই নতুন তারকা

আরও পড়ুনঃওভারে খরচ করেননি একটিও রান, আইপিএলে এমন কৃতিত্ব সবথেকে বেশি কাদের, চিনে নিন ১০ জনকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল