সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) মরসুমের আগে কেকেআর (KKR) ক্যাম্পে যোগ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। দলের সঙ্গে যোগ দিয়েই নতুন চমক দিলেন ক্যারেবিয়ান তারকা।
শুধু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নয়, আইপিএলের (IPL) ইতিহাসেও যে অন্যতম সেরা ম্য়াচ ফিনিসারের নাম আন্দ্রে রাসেল (Andre Russell) সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। রাসেলের মাসেল পাওয়ারে ভর করে বহু যুদ্ধ জয়ের হাসি হেসেছে কেকেআর। তবে আইপিলের শেষ দুটি মরসুম ধরে নিজের চেনা ছন্দে পাওয়া যায় ক্য়ারেবিয়ান তারকাকে। তবে আন্দ্রে রাসেলের উপর যে কেকেআর ফ্র্যাঞ্চাইজি এখনও ভরসা হারায়নি তার প্রমাণ মিলেছে। মেগা নিলামের আগেই রাসেলকে রিটেন করে কলকাতা নাইট রাইডার্স। গতবার ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকে গিয়েছিল কেকেআরের। চোটের কারণে খেলতে পারেননি আন্দ্রে রাসেল। তাই এবার নতুন মরসুমে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্যে দলের সঙ্গে যোগ দিলেন রাসেল। আক সেখানেও চমক দিলেন ক্যারেবিয়ান তারকা।
আসন্ন মরসুমের আগে কেকেআরের টিম হোটেলে বায়ো বাবলে প্রবেশ করেছেন আন্দ্রে রাসেল। দ্রে রস মানেই যে কিছু না কিছু চমক তা এবারও ফের প্রমাণ মিলল। মারকাটারি ক্রিকেটের পাশাপাশি বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টের কারণেও খবরের শিরোনামে থাকেন আন্দ্রে রাসেল। এবার কেকেআরের হোটেলে নতুন হেয়ার স্টাইলে ধরা দিলেন তিনি। নাইটদের তরফ থেকে রাসেলের ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। কেকেআর হোটেলে এসেই রাসেল বলে দেন,'দ্রে রাস এসে গিয়েছে। আর কোনও চিন্তা নেই। আমার চুলে সোনালি ও বেগুনি রংটা দেখছেন তো?' রাসেলেরে চুলের নতুন হেয়ার স্টাইল ইতমধ্যেই হিট হয়ে গিয়েছে। এবার শুধু আইপিএলে বিধ্বংসী রাসেলকে দেখার অপেক্ষায় কেকেআর ফ্য়ানেরা।
আরও পড়ুনঃহার্দিক পান্ডিয়ার আইপিএল ২০২২-এ খেলা নিয়ে বড় ঘোষণা, কি জানাল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি
আরও পড়ুনঃওভারে খরচ করেননি একটিও রান, আইপিএলে এমন কৃতিত্ব সবথেকে বেশি কাদের, চিনে নিন ১০ জনকে
আরও পড়ুনঃরাজস্থান রয়্যালসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করল যুজবেন্দ্র চাহল, দেখুন তারপর কী ঘটল
এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২২-এ কেকেআরের পূর্ণাঙ্গ দল-
রিটেন করা ক্রিকেটার –আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার
ব্যাটসম্য়ান: শ্রেয়াস আইয়ার (৭কোটি), অজিঙ্কা রাহানে (১ কোটি), রিংকু সিং (৫৫ লক্ষ), অ্যারন ফিঞ্চ (১.৫ কোটি), অভিজিৎ তোমর (৪০ লক্ষ), রমেশ কুমার (২০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ)
উইকেট রক্ষক: শেলডন জ্যাকসন (৬০ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ)
অলরাউন্ডার: আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), নীতীশ রানা (৩.৪ কোটি), শিবম মাভি (৭.২৫ কোটি), মহম্মদ নবী (১ কোটি), অনুকূল রায় (২০ লক্ষ), চমিকা করুনারত্নে (৫০ লক্ষ), আমান খান (২০ লক্ষ)
স্পিনার: বরুণ চক্রবর্তী (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
পেসার: প্যাট কামিন্স (১৫.৫ কোটি), উমেশ যাদব (২ কোটি), রাসিখ দার (২০ লক্ষ), টিম সাউদি (১.৫ কোটি), অশোক শর্মা (৫৫ লক্ষ)
আইপিএল ২০২২-এ কেকেআরের লিগ পর্বের সূচি-
১. ২৬ মার্চ: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
২. ৩০ মার্চ: বনাম আরসিবি (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
৩. ১ এপ্রিল: বনাম পঞ্জাব (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
৪. ৬ এপ্রিল: বনাম মুম্বই (পুণে, ৭টা ৩০)
৫. ১০ এপ্রিল: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
৬. ১৫ এপ্রিল: বনাম হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৭. ১৮ এপ্রিল: বনাম রাজস্থান (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৮. ২৩ এপ্রিল: বনাম গুজরাট (ডিওয়াই পাতিল, ৩টা ৩০)
৯. ২৮ এপ্রিল: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১০. ২ মে: বনাম রাজস্থান (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১১. ৭ মে: বনাম লখনউ (পুণে, ৭টা ৩০)
১২. ৯ মে: বনাম মুম্বই (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১৩. ১৪ মে: বনাম হায়দরাবাদ (পুণে, ৭টা ৩০)
১৪. ১৮ মে: বনাম লখনউ (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)