- Home
- Sports
- Cricket
- ওভারে খরচ করেননি একটিও রান, আইপিএলে এমন কৃতিত্ব সবথেকে বেশি কাদের, চিনে নিন ১০ জনকে
ওভারে খরচ করেননি একটিও রান, আইপিএলে এমন কৃতিত্ব সবথেকে বেশি কাদের, চিনে নিন ১০ জনকে
- FB
- TW
- Linkdin
১. প্রবীণ কুমার-
আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি মেডেন ওভার বল করেছেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসাপ প্রবীণ কুমার। নিজের আইপিএল কেরিয়ারে মোট ১১৯টি ম্যাচ খেলে ১৪টি মেডেন ওভার করেছেন প্রবীণ কুমার। শুধু মেডেন ওভারের দিক থেকেই নয়, আইপিএলের ইতিহাসে বোলিং রেকর্ডও যথেষ্ট ভালো প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেস বোলারের। আইপিএল কেরিয়ারে ১১৯ টি ম্য়াচে মোট ৯০টি উইকেট নিয়েছেন প্রবীণ কুমার। ইকোনমি রেট ৭.৭২।
২. ইরফান পাঠান-
আইপিএলে মেডেন ওভার করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন বাঁ-হাতি ভারতীয় তারকা পেসার ইরফান পাঠান। একাধিক দলের হয়ে আইপিএলে মোট ১০৩টি ম্যাচ খেলেছেন, মেডেন ওভার করেছেন ১০টি। বল হাতে আইপিএল বেশ কয়েক বছর দেখা গিয়েছে টেস্ট ক্রিকেটে ভারতের একমাত্র হ্যাটট্রিক করা মিডিয়াম পেসারকে। আইপিএল কেরিয়ারে ১০৩টি ইরফান পাঠানের শিকার ৮০টি উইকেট। ইকোনমি রেট ৭.৭৮।
৩. ধবল কুলকার্নি-
আইপিএলে দীর্ঘদিন ধরে খেলছেন মিডিয়াম পেসার ধবল কুলকার্নি। মুম্বই ইন্ডিয়ান্স দলে শেষ কয়েক বছর ছিলেন তিনি। তবে ২০২২ আইপিএল দল পাননি ধবল কুলকার্নি। নিজের আইপিএল কেরিয়ারে মোট ৯২টি ম্য়াচ খেলেছেন ধবল কুলকার্নি। মোট ৮টি মেডেন ওভার করেছেন তিনি। এছাড়া আইপিএলে বল হাতে নিজেকে প্রমাণ করেছেন ধবল। ৯২টি আইপিএল ম্যাচে ধবল কুলকার্নির উইকেট সংখ্য়া ৮৬টি। ইকোনমি রেট ৮.৩০।
৪. লাসিথ মালিঙ্গা-
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার লাসিথ মালিঙ্গা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার পাশাপাশি সর্বোচ্চ মেডেন ওভারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ১২২টি ম্য়াচে মোট ৮টি মেডেন ওভার করেছেন মালিঙ্গা। যে ক্রিকেটে ব্য়াটসম্য়ানদের রমরমা সেখানে বল হাতে দাপট দেখিয়েছেন মালিঙ্গা। তার ইয়র্কার ও স্লোয়ারের জবাব ছিল না অনেকের কাছে। ১২২টি আইপিএল ম্য়াচে লাসিথ মালিঙ্গার সংগ্রহ ১৭০টি উইকেট। ইকোনমি রেট ৭.১৪।
৫. সন্দীপ শর্মা-
আইপিএলে দীর্ঘ বছর ধরে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলেছেন সন্দীপ শর্মা। এখনও পর্যন্ত মোট ৯৯টি ম্য়াচ খেলেছেন নিজের আইপিএল কেরিয়ারে। মোট ৮টি মেডেন ওভার করেছেন। এবার তাকে খেলতে দেখা যাবে পঞ্জাব কিংস দলে। মেগা নিলামে তাকে নিয়েছে প্রীতি জিন্টার দল। আইপিএলের দীর্ঘ কেরিয়ারে ৯৯টি ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ১১২টি উইকেট নিয়েছেন ডান হাতি মিডিয়াম পেসার। তার ইকোনমি রেট ৭.৭৭।
৬. ভুবনেশ্বর কুমার-
আইপিএলে দীর্ঘ দিন ধরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন ভুবনেশ্বর কুমার। আইপিএলে ১৩২টি ম্য়াচ খেলেছেন ডান হাতি মিডিয়াম পেসার। এবাও মেগগা নিলামে ভুবনেশ্বর কুমারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত মোট ৮টি মেডেন ওভার করেছেন তিনি। নিজের দীর্ঘ আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৩২টি ম্য়াচ খেলে মোট ১৪২টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তার ইকোনমি রেট ৭.৩০।
৭.ডেল স্টেইন-
প্রোটিয়া তারকা পেসার ডেইল স্টেইন আইপিএল কেরিয়ারে মেডেন ওভার করার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। আরসিবির হয়ে আইপিএল কেরিয়ার শেষ করেছেন তিনি। মোট ৭টি মেডেন ওভার করেছেন তিনি। তবে তার আগুনে গতি এখনও মিস করে ক্রিকেট প্রেমিরা। নিজের আইপিএল কেরিয়ারে মোট ৯৫টি ম্য়াচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার। সেখানে ৯৭টি উইকেট শিকার করেছেন ডেইল স্টেইন। ইকোনমি রেট ৬.৯১।
৮. অমিত মিশ্র-
অমিত মিশ্র আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার। নিজের লেগ স্পিনের ছোঁবলে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্য়ানকে কুপকাত করেছেন তিনি। আইপিএল কেরিয়ারে মোট ১৫৪টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ লেগ স্পিনার। মোট ৬টি মেডেন ওভার করেছেন তিনি। ২০২২ আইপিএল নিলামে অবিক্রিত থেকেছেন অমিত মিশ্র। এখনও পর্যন্ত ১৫৪টি ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন তারকা লেগ স্পিনার। ইকোনমি রেট ৭.৩৫।
৯. হরভজন সিং-
নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ও আইপিএল কেরিয়ারে ইতি টেনেছেন তারকা অফ স্পিনার। কেকেআরে কেলে আইপিএল কেরিয়ার শেষ করেছেন তিনি। আইপিএল কেরিয়ারে মোট ১৬৩টি ম্য়াচ খেলেছেন হরভজন সিং। মোট ৬টি মেডেন ওভার করেছেন তিনি। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার ভাজ্জি। ১৬৩টি ম্যাচে হরভজন সিংয়ের সংগ্রহ ১৫০টি উইকেট। ভাজ্জির ইকোনমি রেট ৭.০৭।
১০.জসপ্রীত বুমরা-
টি২০ ক্রিকেটে অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম অস্ত্র তিনি। আইপিএল ২০২২ সালে যে চারজন ক্রিকেটারকে রিটেন করেছে মুম্বই তাদের মধ্যে অন্যতম বুমরা। কেরিয়ারে ১০৬টি ম্যাচ খেলেছেন বুম বুম বুমরা। মোট ৬টি মেডে ন ওভার করেছেন। এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে মোট ১০৬টি ম্য়াচ খেলে জসপ্রীত বুমরার সংগ্রহ ১৩০টি উইকেট। তার ইকোনমি রেট ৭.৪২।