কলকাতার টালিগঞ্জের ছেলে, এখন নেদারল্যান্ড ক্রিকেট দলে অভিষেকের অপেক্ষায়

কলকাতায় (Kolkata) জন্ম নেদারল্যান্ডের অনুর্ধ্ব ১৯ দলে খেলা দেবরূপ দাসগুপ্তর (Debrup Dasgupta)। ক্রিকেট তার ধ্যানজ্ঞান। এখন নেদারল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে (Nederlands cricket team) অভিষেকেপ অপেক্ষায়।
 

আদ্যপান্ত বাঙালি তিনি। বাবার কর্মসূত্রে বর্তমান ঠিকানা নেদারল্যান্ডের আমস্টারডাম হলেও, তার আদি বাড়ি কলকাতার টালিগঞ্জে। কলকাতাতেও জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। ক্রিকেট তার ধ্যানজ্ঞান। বিরাট কোহলির অন্ধ ভক্ত। ভালোবাসেন শুবমান গিলের ব্যাটিংও। ক্রিকেট তারও ধ্যানজ্ঞান। কড়া নাড়ছেন নেদারল্যান্ডসের জাতীয় ক্রিকেট দলের দরজায়। তিনি দেবরূপ দাসগুপ্ত। ইউরোপীয় ক্রিকেটে যেসকল ভারতীয় ববা বাঙালি ক্রিকেটাররা দাপিয়ে ক্রিকেট খেলছে তাদের মধ্যে দেবরূপ অন্যতম। ইতিমধ্যেই নেদারল্যান্ডের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলে ফেলেছেন তিনি। নেদারল্যান্ডের জাতীয় দসলের হয়েই খেলা লক্ষ্য তার। যেহেতু নেদারল্য়ান্ডে প্রথম সারির খেলাগুলির মধ্যে ক্রিকেট পড়ে না। তাই সেখানে ক্রিকেট খেলেই কেরিয়ার গড়াটা খুব সহজ নয়। তাই সঙ্গে চালিয়ে যাচ্ছেন নিজের পড়াশোনাও।  

জন্মের পর ৬ প্রথম কলকাতাতেই কেটেছে তার। পড়াশোনাও শুরু করেছিলেন। এমনি ক্রিকেট খেললেও ক্রিকেটের প্রফেশনাল কোচিং তখনও শুরু করেননি। তারপরই বাবার কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকা চলে যান। সেখানেই গিয়েই ক্রিকেটের নেশা চেপে ধরে দেবরূপকে।  জোহানেসার্গে ক্রিকেটের কোচিং নেওয়াও শুরু করেন। ক্রিকেটর পাশাপাশি ফুটবলটাও খুব একটা খারাপ খেলেন না বাংলার দেবরূপপ। তবে প্রথম প্রেম ক্রিকেট। প্রথমে শুধু পেস বোলিং করলেও এখনও নিজের ব্যাটিংকে শক্তিশালী করে একজন অলরাউন্ডার হয়ে উঠেছেন তিনি। চার বছর তারা দক্ষিণ আফ্রিকায় থাকার পর ফের কলকাতায় ফিরে আসেন। কলকাতায় সেই সময় ২ বছর ছিলেন দেবরূপ। কলকাতায় এসে ক্রিকেট থেকে দূরে থাকেননি দেবরূপ। কলকাতা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে কোচিং চালিয়ে যান। ২০১৬ সালে ফের বাবার চাকরি সূত্রে নেদারল্যান্ডের আমস্টারডামে চলে যান দেবরূপ দাসগুপ্ত।

Latest Videos

ততদিনে ক্রিকেট পাগল হয়ে উঠেছেন দেবরূপ। তাই ডাচদের দেশে গিয়েই আমস্টারডামের ভিআরএ ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন তিনি। সেখানে নেদারল্যান্ড ক্রিকেটে দলের প্রাক্তন অধিনায়ক পিটার বরেনের কাছ থেকে কোচিংয়র সুযোগ রান দেবরূপ। যার ফলে তার অনেক উপকারও হয়।  এরপর নেদারল্যান্ডের  অনুর্ধ্ব ১২, অনুর্ধ্ব ১৬ জাতীয় দলে খেলে ভালো ভালো পারফর্ম করেন। সেখান থেকেই  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দলে সুযোগ পান। রটারডামের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতি এবং বাণিজ্য অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন দেবরূপ। তাঁর ফাকেই চলছে ক্রিকেট খেলা। পড়াশোনার কারণে মাঝে ক্রিকেট থেকে কিছু দিন বিরতি নিতে হয়েছিল তাঁকে। এখন আবার ক্রিকেটে মনোনিবেশ করেছেন। বর্তমানে ইউরোপের অনেক দেশে ভারতীয় তথা এশীয় ক্রিকেটারদের আধিক্য দেখা যায়। এখানকার অনেক ক্রিকেটারও সেখানে গিয়ে ক্রিকেট খেলছেন। দেবরূপ দাসগুপ্তে স্বপ্ন নেদারল্যান্ডের জাতী দলের হয়ে ক্রিকেট খেলা। 

আরও পড়ুনঃপ্রথম অনুশীলনেই প্লেয়ারদের দিলেন শাস্তি, কনস্টেনটাইন বুঝিয়ে দিলেন সাফল্যের লক্ষ্যে কতটা কঠিন তার অনুশাসন

আরও পড়ুনঃক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে কার বউ বেশি হট ও সেক্সি, ছবি দেখে বিচার করুণ আপনারাই

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar