Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির জন্য ঘোষিত হল বাংলা দল

৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। প্রতিযোগিতার জন্য বাংলা ক্রিকেট দল (Bengal Cricket team) ঘোষণা করল সিএবি (CAB)। অধিনায়কের দায়িত্ব সামলাবেন সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee)। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ বরোদা (Boroda)। 
 

করোনা ভাইরাস (Corona Virus) অতিমারীর কারণে গত বছর স্তব্ধ হয়ে গিয়েছিল  ক্রীডা  জগৎ (Sports World)। ইতিহাসে প্রথমবার স্থগিত হয়ে গিয়য়েছিল রঞ্জি ট্রফি (Ranji Trophy)। তবে হয়েছিল সৈয়দ মুস্তাক আলি টি২০  ট্রফি (Sayeed Mustaq Ali T20 Trophy)। চলতি বছরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হেছে। বায়ো বাবলের মধ্যে ঘরোয়া ক্রিকেটের (DomesticCricket) সব প্রতিযোগিতাই আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিসিআই (BCCI)।  সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হয়েছে চলতি বছরের ঘরোয়া ক্রিকেটের মরসুম। সেখানে ভালো পারফর্ম করলেও ট্রফি জয়ের আশা পূরণ হয়নি বাংলা ক্রিকেট দলের (Bengal Cricket team)। এবার সামনে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। সেখানে ভালো ফল করতে মরিয়া অরুণ লালের (Arun Lal) দল। এবার বিজয় হাজারে ট্রফি উপলক্ষ্যে বাংলা দল (Bengal Team)ঘোষণা করব ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) নির্বাচকরা (Selector)।

বিজয় হাজারে ট্রফিতে মোট ২০ জনের বাংলা দল ঘেষণা  করেছে সিএবির নির্বাচকরা। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্য়ায় (Sudip Chatterjee)। এছাড়াও দলে রয়েছেন শ্রীবৎস গোস্বামী,  অভিষেক দাস, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্তা, ঋত্ত্বিক রয় চৌধুরী, রনজত সিং খাইরা, শুভঙ্কর বাল, কাইফ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্ত্বিক চট্টোপাধ্য়ায়, শাহবাজ আহমেদ, করণ লাল, সুজিৎ কুমার যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ,  গীত পুরি,  মহম্মদ কাইফ,  সায়ন শেখর মণ্ডল, সায়ন ঘোষ। চিফ কোচ- অরুণ লাল,  কোচ- সৌরাশিস লাহিড়ী, চিকিৎসক- উজ্জ্বল কুমার বন্দ্যোপাধ্যায়, ফিজিও- আদিপ্ত দাস, ট্রেনার- সঞ্জীব দাস, ভিডিও অ্যানালিস্ট- গৌতম সরকার, সিলেক্টর- অলকেন্দু লাহিড়ী। সম্পূর্ণ  কোভিড বিধি মেনে হবে গোটা প্রতিযোগিতা।

Latest Videos

৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি। প্রথম ম্যাচেই বাংলা দলের প্রতিপক্ষ বরোদা (Boroda)। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করাই লক্ষ্য বাংলা দলের। সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায়ের পর অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন কোচ অরুণ লাল (Arun lal)।  বিজয় হাজারে ট্রফিতে দলের ফলের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ অরুণ লাল ও অধিনায়ক সদীপ চট্টোপাধ্যায়। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এই দল নিজেদের সেরাটা উজার করে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। একইসঙ্গে আসন্ন রঞ্জি ট্রফির আগে বিজয় হাজারে ট্রফিকেই প্রস্তুতিরসেরা মঞ্চ হিসেবে দেখছে বাংলা সহ সবকটি দল।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)