Ind vs Nz: মুম্বইতে দলে ফিরছেন কোহলি, সিরিজ জয়ের লক্ষ্যে অবিচল টিম ইন্ডিয়া

৩ তারিখ থেকে মুম্বইতে (Mumbai) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) দ্বিতীয় টেস্ট (2nd Test)। কানপুরে (Kanpur)প্রথম টেস্ট ড্র হয়। দ্বিতীয় টেস্ট দলে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচ ও সিরিজ জিততে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া (Team India)।
 

কানপুরে (Kanpur) প্রথম টেস্টে মাত্র একটি উইকেটের জন্য জয় অধরা থেকে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)।  কিন্তু টেস্ট ম্যাচে একাধিকবার ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছিল অজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) দল। কিন্তু ম্যাচ জয়ের একেবারে দোরগোড়াতে পৌছেও ড্র হওয়ায় হতাশ হয়ে পড়েছিল গোটা দল।  কিন্তু সেই হতাশা ঝেড়ে ফেলে এবার মুম্বই টেস্টে (Mumbai Test) সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়তে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় ম্য়াচে দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ফলে দলের শরীরি ভাষায় আগ্রাসন ও ব্যাটিং লাইনের শক্তি  দুই বাড়তে চলেছে। অপরদিকে নির্ধারিত হারা ম্য়াচ বাঁচিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেন উইলিয়ামসনে (Kane Williamson)দলও। তাই দ্বিতী টেস্টে বিরাটের দলকে লড়াই দিতে প্রস্তুত নিউজিল্যান্ড (New Zealand)।

ভারতের লক্ষ্য সিরিজ জয়-
প্রথম ম্য়াচ ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন পর দলে ফিরে ব্যাট হাতে রান পাননি  মায়াঙ্ক আগরওয়াল। শুভমান গিল প্রথমইনিংসে অর্ধশতরান করলেও দ্বিতীয় ইনিংসে ফ্লপ করেছে। পুজারা-রাহানেরাও বড় রান করতে পারেনি।  তবে শ্রেয়স আইয়র দুই ইনিংসেই  সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন। রবীন্দ্র জাদেজা,ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন লড়াকু ইনিংস খেলেছিলেন।ফলে দ্বিতীয় প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে কাওকে বসিয়ে সেই জায়গায় বিরাট কোহলি দলে ফিরবেন তা নিশ্চিৎ। বিরাটের ব্য়াটেও আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছর ধরে কোনও সেঞ্চুরি নেই। বড় রান করার জন্য মুম্বইতে মুখিয়ে রয়েছেন ভারত অধিনায়কক।তবে বোলিং লাইনে অশ্বিন, জাদেজা,অক্ষরদের দুরন্ত ফর্ম ভরসা দিচ্ছে দলকে। ছন্দে রয়েছেন ইশান্ত-উমেশও। সব মিলিয়ে মুম্বই টেস্ট ও সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।

Latest Videos

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিউইরা-
কানপুর টেস্টে  নিউজিল্যান্ড দল ভাগ্যের জোরে ম্যাচ বাঁচালেও ব্যাটিং-বোলিংবিভাগে একাধির বিষয় চিন্তায় রেখেছেব ব্ল্যাক ক্যাপসদের। টম ল্য়াথাম ছাড়া দুই ইনিংসে বড় রান করতে পারেনি কোনও ব্যাটসম্যানই। অধিনায়ক কেন উইলিয়াম কানপুরে দুই ইনিংসেই ব্যটে বড় রান পাননি, যা চিন্তায় রেখেছে কিউই টিম ম্য়ানেজমেন্টকে। এছা়ড়া উই ইয়ং প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে ফ্লপ করেন। দ্বিতীয় টেস্টে এদের পাশাপাশি রানে ফিরতে মরিয়ে রস টেলর, হেনরি নিকলস, টম ব্লানডেলরা। বোলিং বিভাগে কাইল জেমিসন ও  টিম সাউদির ফর্ম দলকে  ভরসা দিলেও, আজাজ প্যাটেল, রাচিন  রবীন্দ্র, উইল সামারভিলেরা এখন সেরা ছন্দে ফিরতে পারেনি।  দ্বিতীয় ম্য়াচে দলগত শক্তিতেই ভারতীয় দলকে টেক্কা দিতে চাইছে নিউজিল্যান্ড।

ম্যাচ প্রেডিকশন-
কানপুর টেস্টে ভারতীয় দল দাপটের সঙ্গে সব বিভাগেই নিউজিল্যান্ড দলকে টেক্কা দিয়েছিল। মনে করা হচ্ছে মুম্বইয়ের উইকেটে বল আরও ঘুড়তে পারে। ফলে সমস্যা বাড়বে কেন উইলিয়ামসেনর দলের। দুই দলের যাবতীয় শক্তি বিচার করে মুম্বই টেস্টে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও