মরিনি, বেঁচে আছি, মৃত্যুর গুজবকে স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন 'চাচা ক্রিকেট'

পাকিস্তান ক্রিকেটের অন্ধ সমর্থক তিনি
সকলেই তাকে চেনেন 'চাচা ক্রিকেট' নামে
সম্প্রতি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়
তারপরই প্রকাশ্যে এসে গুজব ওড়ালেন তিনি

পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, স্টেডিয়াম থেকে এক বয়স্ক লোক সাদা দাড়ি, পরনে সবুজ রঙের পোষাক, হাতে পাকিস্তানের পতাকা নিয়ে গলা ফাটাচ্ছেন এই দৃশ্য সব ক্রিকেট প্রেমিদেরই পরিচিত। তিনি সুফু আবদুল জলিল। তাকে ক্রিকেট বিশ্ব চেনে 'চাচা ক্রিকেট' নামেই। পাকিস্তান তো বটেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় প্রয়াত হয়েছেন 'চাচা ক্রিকেট'। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে পোস্টটি। 

Latest Videos

পোস্টটির ব্যপ্তি এতটাই ছড়িয়ে পড়ে যে সকলেই ভাবতে শুরু করেন যে সত্যিই হয়তো প্রয়াত হয়েছে পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা সমর্থকের।  এবার নিজের মৃত্যুর গুজব ওড়াতে খোদ সামলে এলেন সুফু আবদুল জলিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেন, "মৃত্যু একটি বাস্তবতা, এটি আসবে এবং কেউই আমাকে এর থেকে বাঁচাতে পারবে না," তিনি ভিডিওতে আরও বলেছেন। “যে কেউ আমার ছবি ফেসবুকে পোস্ট করেছে এবং এই মিথ্যে খবরটি ছড়িয়ে দিয়েছে,আল্লাহ তাকেও সঠিক দিক নির্দেশনা করুন। আমি বেঁচে আছি এবং ভাল আছি। ”

 

 

বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ক্রিকেটের অনুরাগী 'চাচা ক্রিকেট'। ক্রিকেটারদের মতই তারও জনপ্রিয়তা বিশ্ব জুড়ে। বিশেষ করে ৯০-এর দশ ও বিংশ শতাব্দীর শুরুর দিকে পাকিস্তানের প্রতিটি ম্যাচে তাকে দেখা যেত প্রিয় দলের হয়ে গলা ফাটাতে। কিন্তু বয়স বাড়া সঙ্গে তার মাঠে যাতায়াত কমেছে। কিন্তু এখনও ক্রিকেটের অন্ধ ভক্ত তিনি। তার বিষয়ে এমন গুজব ছড়ানোয় কিছুটা ব্যথিত 'চাচা ক্রিকেট'। এই ঘটনার সত্যতা সামনে আসার পর নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরাও।  

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!