
ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এই দুই মহারথীর পারস্পরীক দ্বন্দ্ব নিয়ে নানা সময়ে নান জস্পনা তৈরি হয়েছে। ২০১৯ সালে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় থেকে শুরু সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেওয়া সহ একাধিক ঘটনা। কিন্তু সম্প্রতি বিরাট-রোহিত দ্বন্দ্বের জল্পনায় নতুনকরে ঘৃতাহুতি হয়েছে ভারতীয় একদিনের দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষণার পর থেকে। বিরাট কোহলি ও বিসিসিআইয়ের (BCCI)মধ্যে সম্পর্কে চিড় সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। কিন্তু নিজেদের মধ্যে যে কোনও সমস্যা রয়েছে সেই কথা কখনই প্রকাশ্যে বলেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবার বিরাট-রোহিত দ্বন্দ্বের জল্পনা নিয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা (চেতন শর্মা)।
এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা থেকে শুরু করে বিরাট-রোহিত দ্বন্দ্ব মেটানোর জন্য কী তাদের দুজনকে মুখোমুখি বসানো উচিৎ, তা জানতে চাওয়া চেতন শর্মার কাছে। তখন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান উত্তর দেন,'কোহলি এবং রোহিতের সঙ্গে আলাদা করে বসে আলোচনার কোনও দরকারই নেই। সবই ঠিকঠাক আছে। আমি বারবার বলি জল্পনায় কান না দিতে। আমরা প্রত্যেকে আগে একজন ক্রিকেটার, পরে নির্বাচক। তাই এটুকু বলতে পারি, ওদের মধ্যে কোনও সমস্যা নেই।' এছাড়াও চেতন শর্মা বলেন,'এই ধরনের খবর শুনে সত্যিই হাসি পায়। ওরা নিজেদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনাও করে। সবকিছু দারুণ চলছে। আমার জায়গায় থাকলে দেখতে পেতেন ওরা কীভাবে একসঙ্গে প্রাণোবন্তভাবে কাজ করে। লোকজন উলটোটা ভাবে বলে খারাপই লাগে। তাই সব বিতর্ক ২০২১ সালে ফেলে রাখুন। নতুন বছরে বরং দলের উন্নতির কথা হোক।'
রোহিত শর্মার দক্ষিণ আফ্রিকায় একদিনে সিরিজ থেকে বাইরে থাকা ও কেএল রাহুলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্য়ান বলেছেন চেতন শর্মা (Chetan Sharma) মুখ খুলেছেন। বলেছেন,'এখন অনেক খেলা হচ্ছে। তাই ক্রিকেটারদের চোটের আশঙ্কা বাড়ছে। কোনও ক্রিকেটার ইচ্ছে করে চোট পায় না। সামনে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। টি২০ বিশ্বকাপ রয়েছে। সেই সব প্রতিযোগিতায় ১০০ শতাংশ ফিট রোহিতকে প্রয়োজন। তাই আমরা ওকে বিশ্রাম দিয়েছি।' রোহিত শর্মার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চেতন শর্মা। তিনি বলেছেন,'আমরা রোহিতের সঙ্গে অনেক ক্ষণ কথা বলেছি। সব নির্বাচকরা কথা বলেছে। ও বুঝেছে আমরা কী চাইছি। রোহিতের দক্ষিণ আফ্রিকায় না যাওয়ার পিছনে এটাই এক মাত্র কারণ।'