ঘরের মাঠে টি২০ বিশ্বকেপের ট্রফি ধরে রাখার লক্ষ্যে অবিচল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। সবার আগে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলই খেলতে আসবে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে টি২০ সিরিজে।
২০২১ সালে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে চলেছে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্ব। ফলে বিশ্ব চ্যাম্পিনয়নেপ শিরোপা ঘরের মাঠে ধরে রাখার চ্যালেঞ্জ ব্যাগি গ্রিণদের সামনে। আর সেটা করতে যে তারা কতটা তৎপর তা বোঝা গেল সবার আগে টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দেওয়ার মধ্য দিয়ে। শুধু তাই নয় যে দল টি২০ বিশ্বকাপ খেলবে সেই একই দল পুরোপুরি নিজেদের তৈরি করার জন্য ভারতের বিরুদ্ধে সিরিজও খেলবে। আমাদের সকলেরই জানা টি২০ বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আর ভারতের বিরুদ্ধে যে দল খেলবে অস্ট্রেলিয়ার সেই একই দল টি২০ বিশ্বকাপেও নামবে। ভারতের বিরুদ্ধে খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে অ্যারন ফিঞ্চের দল।
ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ ও টি২০ বিশ্বকাপের জন্য মোট ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর। মোহালিতে হবে সেই ম্যাচ। পরের ম্যাচ নাগপুরে। সেই ম্যাচ ২৩ সেপ্টেম্বর। হায়দরাবাদে তৃতীয় ম্যাচ হবে ২৫ সেপ্টেম্বর। সেই দলে চমকও রয়েছে। কারণ অস্ট্রেলিয়ার ঘোষিত দলে জায়গা পেয়েছেন সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড। যিনি এবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে শেষের দিকে নজরর কেড়েছিলেন। বিশেষ করে তার বিগ হিটিংয়ের দক্ষতার জন্যই তাকে দলে নিয়েছে ব্যাগি গ্রিণরা। ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত সিঙ্গাপুরের হয়ে ১১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টিম। তিনি গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন। টিম ডেভিডের বাবা-মা অস্ট্রেলীয়। কিন্তু তাঁর বয়স যখন ২ বছর, তখন তিনি পারথ থেকে সিঙ্গাপুরে চলে আসেন। তবে আইসিসির নিয়ম অনুযায়ী ডেভিডের অস্ট্রেলিয়ার হয়ে খেলতে সমস্যা নেই।
গতবার আরব আমিরশাহিতে যে দল অস্ট্রেলিয়ার হয়ে টি২০ বিশ্বকাপে অংশ নিয়েছিল, সেই দলে কেবল মাত্র একটি পরিবর্তন করে এবারের দল ঘোষণা করা হয়েছে। । মিচেল সুইপসনের জায়গায় দলে ঢুকেছেন টিম ডেভিড। আর ডেভিড ওয়ার্নার ভারতীয় সফর থেকে বিশ্রাম চেয়েছেন বলে টি২০ বিশ্বকাপের দলে থাকলেও ভারত সফরে তিনি আসছেন না। দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন গতবারের বিশ্বজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটি-বোলিং-অলরাউন্ডার সব বিভাগেই সামঞ্জস্য রেখে ঘরে মাঠে টাইটেল ডিফেন্ড করার জন্য শক্তিশালী দল গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ ও টি২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), অ্যাস্টন আগর, টিম ডেভিড, জস হ্যাজলউড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।