সৌরভের অ্যাঞ্জিওগ্রামের পর হতে পারে স্টেন্টিং, 'মহারাজের' সুস্থতা কামনায় ক্রিকেট বিশ্ব

  • ফের বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ
  • বুধবার ইকো ও ইসিজিতে ধরা পড়েছে কিছু সমস্যা
  • আজ অ্যাঞ্জিওগ্রামের পর হতে পারে বাকি দুটি স্টেন্টিং
  • বিসিসিআই প্রেসিডেন্টের সুস্থতা কামনায় ক্রিকেট বিশ্ব 
     

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০ দিনের মধ্যে ফের হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ব্যাথা হওয়ায় বুধবার তাকে ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গ্রিন করিডর করে সৌরভকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। অ্যাপোলো হাসপাতালের ১৪২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সৌরভ। গতকালই সৌরভেপ ইকো কার্ডিওগ্রাম, ইসিজি সহ বেশ কিথু রক্ত পরীক্ষা করানো হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ইকো ও ইসিজি রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়েছে বিসিসিআই প্রেসিডেন্টের। আজ অ্যাঞ্জিও গ্রাম করা হবে সৌরভের। একইসঙ্গে আজ ফের সৌরভকে দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেট্টি। তার তত্ত্বাবধানেই সৌরভের হার্টের বাকি দুটি স্টেন্ট বসানো হবে।

সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ফের উদ্বিগ্ন ক্রিকেট মহল। সকলেই দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতির দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভারতীয় দলের ওপেনার শিখর ধওয়ান ট্যুইটারে সৌরভের সুস্থতা কামনা করে লিখেছেন,আরও একটা খারাপ খবর। দাদা ফের হাসপাতালে ভর্তি। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। বরাবরই তুমি যোদ্ধা। আগের যুদ্ধ জয় করে ফিরে এসেছ। আবারও ফিরবে। সুস্থ হও দাদা।

Latest Videos

 

 

ভারতীয় মহিলা একদিনের দলের অধিনায়ক মিথালি রাজও সৌরভের সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন,'এ রকম একটি খবর দিয়ে সকাল শুরু হবে ভাবিনি। আরও এক বার হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। আমার প্রার্থনা তোমার সঙ্গে আছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো দাদা।' 

 

 

সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রাক্তন ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজি। তিনি লিখেছেন,'দাদা তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার ফিরে আসার অপেক্ষায় রয়েছি।' 

প্রাক্তন ক্রিকেটার অজয় রাতরা সৌরভকে যোদ্ধা আখ্যা দিয়ে লিখেছেন,দাদা তোমার থেকেই শিখেছি কী ভাবে মাঠে লড়াই করে জেতা সম্ভব। নিঃসন্দেহে তুমিই সব চেয়ে বড় যোদ্ধা। সকালে এই খবর পাব ভাবতে পারিনি। দ্রুত সুস্থ হয়ে ওঠো। অনেক কাজ বাকি। দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে এসো।

আইপিএলে সৌরভের প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স পক্ষথেকে সৌরভের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।  নাইটদের বার্তায় লেখা হয়েছে,'সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই যোদ্ধা। যতই প্রতিকূলতা আসুক, তুমি ঘুরে দাঁড়াবেই। আগেও ঘুরে দাঁড়িয়েছ। আবারও ঘুরে দাঁড়াবে। ভাল থেকো দাদা।'

 

 

সৌরভের আরোগ্য কামনা করেছে সানরাইজার্স হায়দরাবাদও। লিখেছে,'তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো দাদা। আমরা প্রত্যেকে তোমার জন্য প্রার্থনা করছি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো।'

 

 

শুধু ভারতীয় ক্রিকেটার বা আইপিএলের দল নয়, বিদেশি ক্রিকেটাররাও সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেই তালিকায় রয়েছেন  শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার নিকি বোয়ে সহ অন্যান্যরা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Canning-এ ঘটে গেল বড় দুর্ঘটনা! বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী ধাক্কা লরির,দেখুন
PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
Saline : ফেরেনি হুশ! মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন | Malda
রামপুরহাটে নামার কথা ছিল, কেন ফরাক্কায় নেমে ছিল দীপ্তি! | Harishchandrapur News | Malda News