মরুঝড় থামার পর শারজায় শুরু সিএসকে বনাম আরসিবির মহারণ, টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ধোনির

Published : Sep 24, 2021, 07:44 PM ISTUpdated : Sep 24, 2021, 08:15 PM IST
মরুঝড় থামার পর শারজায় শুরু সিএসকে বনাম আরসিবির মহারণ,  টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ধোনির

সংক্ষিপ্ত

শারজায় সিএসকে বনাম আরসিবি মহারণ। মরুঝড়ে কারণে দেরিতে শুরু হল ম্যাচ। টস জিতল চেন্নাই সুপার কিংস অধিনায়ক এমএস ধোনি। বোলিংয়ের সিদ্ধান্ত ধোনির।  

মরুঝড়ে কারণে দেরিতে শুরু হল শারজায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ম্যাচ। টসও করা যায়নি নির্ধারিত সময়ে। নির্ধারিত সময় অনুযায়ী ভারতীয় সময় সন্ধ্যে সাতটায় হওয়ার কথা টসের। কিন্তু মরু ঝ়ড়ের কারণে টস হল ৭.৩০ মিনিটে। খেলাও শুরু হয় নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট দেরিতে। টসে দেপি হওয়ায় দীর্ঘক্ষণ মাঠেই গল্পন করতে দেখা যায় এমএস ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। শেষে টসে জিতে বোলিংসের সিদ্ধান্ত নেন সিএসকে (CSK) অধিনায়ক। ছোট মাঠে টার্গেট দেখে চেজ করার প্লেন সাজানো ও ডিউ ফ্যাক্টারের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত ধোনির।

 

 

আরসিবির (RCB) বিরুদ্ধে দলে  কোন পরিবর্তন করেনি চেন্নাই সুপার কিংস। দলের ব্যাট লাইনআপে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু,এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন রবীন্দ্র জাদেজা ও ডোয়েইন ব্রাভো। বোলিং লাইনআপে খেলছেন জোস হ্যাজেলউড, শার্দুল ঠাকুর । দীপক চাহার। 

 

 

অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে দুটি পরিবর্তন হয়েছে। দলে নেই কাইল জেমিসন। তার জায়গায় দলে ফিরেছেন নবদীপ সাইনি। অপরদিকে সচিন বেবিব জায়গায় দলে ডেবিউ হচ্ছে টিম ডেভিডের। আজকের ম্যাচে আরসিবি প্রথম একাদশের ব্যাটিং লাইনে রয়েছেন বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, এসকে ভরত (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্সগ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। দলের বোলিং লাইনে রয়েছে ওয়ানিনডু হারসাঙ্গা, হার্শল প্য়াটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল।

আরও পড়ুনঃদিনে ২৪টা ডিম থেকে বিরিয়ানি, চিংড়ি মালাইকারি, জানুন ধোনি-কোহলি-রোহিত সহ ১০ ক্রিকেটারের ফেভারিট ফুড

আরও পড়ুনঃবিশাল বেতনের চাকরি ছেড়ে ক্রিকেটকেই করেছেন 'জীবনসঙ্গী', জানুন ভেঙ্কটেশ আইয়রের অজানা কাহিনি

আরও পড়ুনঃIPL 2021 - আথিয়ার উপর কেন রেগে রাহুল, দেখুন কী পোস্ট শেয়ার করলেন PBKS ক্যাপ্টেন

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে ধোনির দল। ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। অপরদিকে, আরসিবি  ৮ ম্যাচে ৫টিতে জয় পেয়েছে। ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে  বিরাট কোহলির দল। আজকের ম্যাচ জিতলে প্লে অফের আরও কাছে চলে যাবে সিএসকে ও আরসিবি জিতলে মসৃণ হবে শেষ চারে যাওয়ার রাস্তা।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে