CSK vs GT- সিএসকে বনাম গুজরাট টাইটানস, ধোনি বনাম হার্দিকের দ্বৈরথে কে করবে বাজিমাত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর সুপার সানডের প্রথম ম্য়াচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস (Chennai Super Kings vs Gujarat Titans)। জয় পেতে মরিয়া এমএস ধোনি ও হার্দিক পান্ডিয়ার দল। 

সুপার সানড-তে আজ আইপিএলের ডবল ধামাকা। প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটাস। আইপিএল ২০২২-এর প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা পাকা করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।  অপরদিকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন এমএস ধোনির সিএসকে। বর্তমানে ১২ টি ম্য়াচে ৯টি জয় ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটানস। অপরদিকে, ১২টি ম্যাচে ৪টি জয়ের সৌজন্যে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। আজকের ম্য়াচ একদিকে যেমন শীর্ষস্থান ধরে রাখার লড়াই গুজরাটের, টিক তেমনই সম্মানরক্ষার ম্যাচে প্রথম পর্বে গুজরাটের বিরুদ্ধে হারের বদলা নেওয়াই লক্ষ্য চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের। ফলে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস-
পঞ্জাব ও মুম্বইয়ের বিরুদ্ধে পরপর দুটি ম্য়াচে হার প্লে অফের টিকিট পাকা করা একটু দীর্ঘায়িত করেছিল গুজরাট টাইটানসের। কিন্তু শেষ ম্যাচে লিগ টেবিলের ২ নম্বর দল লখনউ সুপার জায়ান্টসকে একতরফা ম্য়াচে হারিয়ে শেষ চারে পৌছে গিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। লখনউ ম্য়াচ শুবমান গিল রানে ফেরায় স্বস্তি ফিরেছে গুজরাট শিবিরে। এছাড়া হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়ারা গত ম্যাচে রানা পেলেও ফর্মে রয়েছেন। আজ সিএসকের বিরুদ্ধএ জ্বলে উঠতে মরিয়া সকলেই। বোলিং লাইনেও দারুণ ছন্দে রয়েছেন মহম্মদ শামি, রাশিদ খান, যশ দয়াল,সআলজারি জোসেফরা। সবমিলিয়ে সিএসকের বিরুদ্ধে ম্য়াচ জয়েরর বিষয়ে আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস। 

Latest Videos

সম্মানরক্ষার ম্য়াচে জয় চাইছে সিএসকে-
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জার হারে পর আইপিএল ২০২২ থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। তবে শেষ দুটি ম্য়াচ জিতে সম্মানের সঙ্গে প্রতিযোগিতা শেষ করাই লক্ষ্যে এমএস ধোনির দলের। মুম্বইয়ের বিরুদ্ধে ব্য়াটিং বিভাগের ভরাডুবি ঘটেছিল। একমাত্র ধোনি লড়াই করেছিলেন। সেই ম্য়াচের হার থেকে শিক্ষা নিয়ে গুজরাটের বিরুদ্ধে রানে ফিরতে বদ্ধপরিকর রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মইন আলি, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, শিবম দুবেরা। বোলিং লাইনআপে অবশ্য ছন্দে রয়েছে মুকেশ চৌধুরী, মাহেশ থিকসানা, সিমারজিৎ সিং, ডোয়াইন ব্রাভোরা। 

পিচ রিপোর্ট-
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানসের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ের পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। দুপুরের খেলা হওয়ায় ডিউ সমস্যার বিষষয়টি থাকবে না। ফলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্য়াচ প্রেডিকশন-
এমএস ধোনি ও হার্দিক পান্ডিয়ার দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে বর্তমানে অনেকটাই এগিয়ে গুজরাট। দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচার করলেও এগিয়ে  গুজরাট। তাই আজকের ম্য়াচে সিএসকের থেকে গুজরাট টাইটানসকেই  এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃএকাধিক হট বান্ধবীর সঙ্গে সেক্স, রয়েছে একাধিক সন্তানও,মাঠের মতই ব্যক্তিগত জীবনেও রঙিন সিএসকে তারকা

আরও পড়ুনঃনাক ডেকে মুখ খুলে থেকে কেউ আবার সান গ্লাস পড়ে, দেখুন তারকা ক্রিকেটারদের ঘুমন্ত অবস্থার ভাইরাল ছবি
    

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today