
আজ আইপিএলের মেগা ফাইট। লিগ টেবিলের এক ও দুই নম্বর দল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। দুই দলই ইতিমধ্যে প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। তবে আজকের ম্যাচ এমএস ধোনির দলের কাছে লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার লড়াই। অপরদিকে দিল্লি ক্যাপিটালসের কাছে সুযোগ রয়েছে শীর্ষস্থান দখলের। একইসঙ্গে প্লে অফে সাক্ষাতের আগে আজকের ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াও লক্ষ্য দুই দলের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হচ্ছে চেন্নাই বনাম দিল্লির মহারণ। সন্ধায় দুবাইতে মেঘাচ্ছন্ন আকাশে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা জানাই ছিল। এদিনের ম্য়াচে টস ভাগ্য সাথ দিল এমএস ধোনির। টস জেতেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পন্থ। মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিতে ও টার্গেট দেখে ব্য়াটিংয়ের রণনীতি ঠিক করার জন্যই এমন সিদ্ধান্ত দিল্লি অধিনায়কের। আজকের ম্যাচে সিএসকে দলে তিনটি পরিবর্তন হয়েছে। সুরেশ রায়নার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রবিন উথাপ্পা। স্যাম কুরানের জায়গায় দলে ফিরেছেন ডোয়েই ব্র্যাভো। কেএম আসিফের জায়গায় দলে ফিরেছে দীপক চাহার। অপরদিকে, স্টিভ স্মিথের জায়গায় আইপিএলে অভিষেক হচ্ছে রিপল প্যাটেলের।
সিএসকের ব্যাটিং লাইনআপে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্রাভো। বোলিং লাইনআপে রয়েছেন জোস হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, দীপক চাহার। অপরদিকে, দিল্লির ব্য়াটিং লাইনআপে রয়েছেন পৃথ্বী শ, শিখর ধওয়ান, শ্রেয়স আইয়র, শিমরন হেটমায়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকট রক্ষক)। এছাড়া দলে অলরাউন্ডারের ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল। দলে বোলিং লাইনআপে কাগিসো রাবাডা, আনরিখ নকিয়া, আবেশ খান।