মাথা নীচু করে শুনছেন পন্থরা, ম্য়াচ হারের পর ধমক পন্টিং স্যারের, দেখুন ভিডিও

Published : Apr 05, 2022, 08:50 PM IST
মাথা নীচু করে শুনছেন পন্থরা, ম্য়াচ হারের পর ধমক পন্টিং স্যারের, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে হার মেনে নিতে পারছেন না দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচ। দলকে কার্যত কড়া কথা শুনিয়ে দিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। দেখুন সেই ভিডিও।  

নিজে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক থাকাকালীন জয় ছাড়া কিছু বুঝতেন না। দলকে জয়  এনে দিতে গিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন। সেই সব কিছুকেই থোরাই কেয়ার করে এগিয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়া দল তার অধিনায়ত্বের সময়তেই সাফল্যের শীর্ষে পৌছেছিল। পরপর দুটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি অজিদের হ্য়াটট্রিক বিশ্বকাপ জয়ের সাক্ষীও ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটেও ব্যাগি গ্রিনদের দীর্ঘদিন এক নম্বর জায়গাটা পাকা করে রেখেছিলেন তার অধিনায়কত্বে। ভালো ক্রিকেট আর জয় এর বাইরে কিছু বুঝতেন না তিনি। সেই ধারাটাই দিল্লি ক্য়াপিটালস দলের অন্দরে ঢুকিয়ে দিতে চান বর্তমানে  ঋষভ পন্থদের কোচ রিকি পন্টিং। গুজরাট টাইটানস ম্য়াচে দলের হারে যে তিনি একেবারেই অখুশি, ক্রিকেটারদের খেলাও তার আশানরুপ হয়নি, ম্য়াচের পর স্পষ্ট কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন রিকি পন্টিং।

আইপিএল ২০২২-এর শুরুটা ভালোই করেছিল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে হারায় ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলরা। কিন্তু দ্বিতীয় ম্য়াচেই গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারের মুখ দখতে হয়েছে রাজধানীর দলকে। লড়াই করেও হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে ১৪ রান হারতে হয় দিল্লি ক্যাপিটালসকে। এরপর সাজঘরের দলকে বার্তা দিতে গিয়ে হাসি মুখে শুরু করলেও কড়া কথা শোনালেন পন্টিং।  যা শুনে সকলেই চুপ হয়ে গিয়েছিল। পন্টিং বলেন,'ওয়েল ডান। ফলাফল আমাদের পক্ষে আসেনি। আসলে প্রত্যাশা মতো খেলতে পারিনি আমরা। আমি বলব, বেশ সাধারণ মানের ক্রিকেটই খেলেছি আমরা। সাধারণ মানের ক্রিকেট খেললেও কিন্তু আমাদের জেতা উচিত ছিল। প্রথম দুই ম্যাচে এটুকুই ইতিবাচক দিক আমাদের।' কার্যত বকা শোনার পর সকলেই মাথা নীচু করে বসেছিলেন। 

মরসুমের জন্য ধাপে ধাপে দলের লক্ষ্যও সেট করে দিয়েছেন রিকি পন্টিং। ওই বৈঠকে দিল্লি ক্যাপিটালস কোচ বলেন,'আমি আশা করছি না প্রতিযোগিতার শুরু থেকেই খেলোয়াড়রা সকলে নিজেদের সেরা ছন্দ পেয়ে যাবে। কিন্তু সেই সময়টা আসবে। ছোট ছোট পায়ে এগোতে হবে। আমরা আস্তে আস্তে সেরা জায়গায় পৌঁছব। প্রতিযোগিতার মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত আমরা নিশ্চয় অনেক ভাল ক্রিকেট খেলব। সেরা ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য থাকবে।' প্রসঙ্গত দিল্লি দলে এখনও একাধিক তারকা প্লেয়ার আসেনি। সেই তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার, অনরিখ নোখিয়া, মিচেল মার্শের মত নাম। ফলে তারা চলে এলে দলের শক্তি আরও বাড়বে। কিন্তু তাদের ছাড়াই দল ভালো খেলার মত ক্ষমতা রয়েছে বলে মনে করেন পন্টিং। গত মরসুমে দল ভালো খেলেও শেষ চার থেকে বিদায় নিয়েছিল। এবার দিল্লিকে প্রথম ট্রফি এনে দেওয়াই লক্ষ্য দিল্লি কোচের।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত