IPL 2022: এবার কোভিডের তৃতীয় ঢেউয়ের কাঁটা আইপিএলেও, জানুন বিস্তারিত

এবার করোনা ভাইরাস (Coronavirus) ও ওমিক্রন (Omicron) কাঁটা আইপিএলেও। এর আগে একাধিক কারণে পিছিয়ে গিয়েছে আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা নিলাম (Mega Auction)। এবার করোনার কারণে আরও পিছিয়ে যেতে পারে নিলাম পর্ব। 

Asianet News Bangla | Published : Jan 9, 2022 5:48 AM IST

করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতের উপর। ঢেউ না বলে একে অনেকেই বলছেন করোনা সুনামি। করোনা ভাইরাসের নতুন ভ্য়ারিয়েন্ট ওমিক্রন (Omicron) সেই চিন্তার ভাঁজ আরও দ্বিগুন করেছে কপালে। প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার প্রভাব পড়েছে ক্রীড়া ক্ষেত্রেও। ইতিমধ্যে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ায় স্থগিত হয়ে গিয়েছে আইলিগ। রঞ্জি ট্রফি (Ranji Trophy) সহ ঘরোয়া ক্রিকেটের যাবতীয় প্রতিযোগিতা আনর্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। সিএবিও (CAB) হেঁটেছে একই পথে। সমস্ত আঞ্চলিক,জেলা ও ক্লাব ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি (CAB)। এবার করোনা কাটা আইপিএলেও (IPL)। কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণে এবার পিছিয়ে যেতে পারে আইপিএল ২০২২ (IPL 2022)-এর মেগা নিলামও (Mega Auction)। 

আইপিএলের মেগা নিলাম নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন চলছে। প্রথমে জানা গিয়েছিল ডিসেম্বরের (December) শেষ সপ্তাহে হতে পারে ভারতীয় কোটিপতি লিগের নিলাম। পরে তা পিছিয়ে নতুন  বছরের প্রথম  সপ্তাহে করাপ পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board)। যদিও আহমেদবাদ (Ahemedabad) দলের কিছু আইনি জটিলতার কারণে নিলাম প্রথম সপ্তাহে করা সম্ভব নয় বলে খবর সামনে আসছিল। জানুয়ারীর শেষ সপ্তাহে নিলাম হতে পারে বলে খবর ছিল বিসিসিআই (BCCI) সূত্রে। কিন্তু আরও পিছিয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ (Indian Premier League 2022)-এর মেগা নিলাম। জানা গিয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বেঙ্গাবুরুতে বসতে পারে নিলাম পর্ব। কিন্তু এবার জানা যাচ্ছে তাওপিছিয়ে যেতে পারে। করোনার বাড় বাড়ন্তে বিসিসিআই এক সপ্তাহ বা ১০ দিন মতো আইপিএল নিলামের দিনক্ষণ পিছিয়ে দিতে পারে। বদল ঘটতে পারে নিলামের জায়গারও। বেঙ্গালুরুর বদলে অন্য কোথাও বসতে পারে আসর। বিসিসিআই সূত্রে খবর, পরিকল্পনা রয়েছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হতে পারে আইপিএলের মেগা নিলাম।

প্রসঙ্গত, ২০২২ সালের আইপিএল (IPL 2022) ঘিরে প্রথম থেকেই তুঙ্গে ছিল উন্মাদনার পারদ। সবথেকে বড় আইপিএলের (IPL)  আসর বসতে চলেছে এই বছর। ইতিমধ্য়েই আহমেদাবাদ ও লখনউ থেকে দুটি  নতুন দল যোগ হয়েছে আইপিএলে দলের তালিকায়। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে এবার। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। তাই ১০ দলের (10 Teams)ভারতীয় (Indian) কোটিপতি লিগের আসর দেখার অপেক্ষায় মুখয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা (Cricket Lovers)।  শুধু আইপিএলে  ২২ গজের (22 Yeards) লড়াই নয়, নিলামের  লড়াইও জোরদার হতে চলেছে। তা দেখার অপেক্ষা ক্রমেই বাড়তে থাকায় হতাশ ক্রিকেট প্রেমিরা।

Read more Articles on
Share this article
click me!