আইপিএল (IPL)স্পট ফিক্সিং (Spot Fixing)কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক কেরিয়ার (International Cricket Carreer) শেষ হয়ে গিয়েছে এস শ্রীসন্থের (S Sreesanth)। নির্বাসনের মেয়াদ কাটিয়ে ফিরেছেন কেরলের (Kerala) হয়ে ঘোরোয়া ক্রিকেটে। এবার রঞ্জি ট্রফিতে কামব্য়াক করলেন শ্রীসন্থ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রঞ্জি ট্রফিতে খেলার স্বপ্ন পূরণ করেছেন কেরল এক্সপ্রেস সান্তাকুমারণ সন্থের (S Sreesanth)। ৯ বছর পর দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ স্তরের ক্রিকেটে ফিরেছেন তিনি। এবার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ফিরে উইকেটের স্বাদ পেলেন শ্রীসন্থ। আর প্রথম উইকেট পেয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না তিনি। উইকেট পেয়ে যেই কাণ্ড ঘটালেন শ্রীসন্থ তা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে মেঘালয়ের মুখোমুখি হয়েছিল কেরল। প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে দুই উইকেট নেন শ্রীসন্থ। সেখানেই আবেগ প্রবণ হয়ে পড়েন ২০০৭ সালে টি২০ ও ২০১১ সালে ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
প্রথম উইকেট নেওয়ার পরে দেখা যায় পিচের মধ্যে শুয়ে পড়ে প্রণাম করছেন তিনি। আবেগ ধরে রাখতে না পেরে তার চোখেও জল দেখা যায়। তার সতীর্থরা শ্রীসন্থকে শুভেচ্ছা জানান। সেই ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন শ্রীসন্থ। সেখানে তিনি লিখেছেন, ‘৯ বছর পরে আমার প্রথম উইকেট। ভগবানের আশীর্বাদে সব হয়েছে। তাই আমি উইকেটকে প্রণাম করেছি।’শ্রীসন্থ সেই ভিডিও শেয়ার করার পর মুহূর্তের মধ্যে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। সকলেই তাকে রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছা জানান।
২০১৩ সালের আইপিএলের (IPL) সময় স্পট ফিক্সিং (Spot Fixing) কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার (International Cricket Carreer) শেষ হয়ে যায় সান্তা কুমারন শ্রীসন্থ (S Sreesanth) । প্রথমে আজীবন নির্বাসিত হলেও পরে শাস্তির মেয়াদ কমিয়ে ৭ বছর করা হয়। ২০২০ সালে সেপ্টেম্বরে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। নির্বাসনের মেয়াদ শেষ হতেই ফের ক্রিকেটে ফেরেন 'কেরল এক্সপ্রেস'। কেরলের (Kerala) হয়ে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হজারে ট্রফিতে খেলেছেন শ্রীসন্থ। বিজয় হজারেতে ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ডান হাতি মিডিয়াম পেসার। তারপরই ডাক পান কেরলের রঞ্জি দলে। আইপিএল নিলামে নাম লেখালেও দল পাননি তিনি। ফলে রঞ্জি ট্রফিকেই নিজেকে ফের প্রমাণের মঞ্চ হিসেবে বেছেছেন সান্তাকুমারন শ্রীসন্থ।
প্রসঙ্গত,জাতীয় দলের হয়ে ২৮টি টেস্টে ৮৭টি উইকেট নিয়েছেন শ্রীসন্থ। ৫৩টি একদিনের ম্য়াচে নিয়েছেন ৭৫টি উইকেট। ১০ টি২০ ম্য়াচে নিয়েছেন ৭টি উইকেট। এছাড়াও ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয়ী ও ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীসন্থ। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচে ২৩১টি উইকেট হল শ্রীসন্থের ঝুলিতে। আইপিএল-এ ৪৪টি ম্যাচ খেলে ৪০টি উইকেট নেন। রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাব (এখন পঞ্জাব কিংস) এবং কোচি টাস্কার্সের হয়ে খেলেছেন শ্রীসন্থ।