স্বার্থপর ক্রিকেটার বলায় শেন ওয়ার্নকে পালটা জবাব দিলেন স্টিভ ওয়া

  • স্টিভ ওয়াকে স্বার্থপর ক্রিকেটার বলেছিলেন শেন ওয়ার্ন
  • তার বক্তব্যে প্রেক্ষিতে একটি পরিসংখ্যানও দিয়েছিলেন ওয়ার্ন
  • এবার শেন ওয়ার্নের বক্তব্যের পাল্টা জবাব দিলেন স্টিভ ওয়া
  • আরও একবার প্রকাশ্যে এল দুই ক্রিকেটারের মধ্যে বিবাদ
     

স্টিভ ওয়া ও শেন ওয়ার্ন। দুজনেই অস্ট্রেলিয়া তথা ক্রিকেট বিশ্বের প্রাক্তন কিংবদন্তী। একজন দেশকে অধিনায়কত্ব দিয়ে এনে দিয়েছেন বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটে অপ্রতিরোধ্য করে তুলেছিল অস্ট্রেলিয়া দলকে। শুধু অধিনায়ক নয়, ব্যাটসম্যান স্টিভ ওয়াও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি সেঞ্চুরির মালিক স্টিভ ওয়া। অপরিকে বিশ্বের সরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে হাজারের বেশি উইেটের শিকারী। তার মত লেগ স্পিনার এখনও আসেনি বিশ্ব ক্রিকেটে। একই সময় ক্রিকেট খেলেছেন এই দুই মহাতারকা। কিন্তু দু’ জনের মধ্যে সম্পর্ক ভাল নয় সেই খেলার সময় থেকেই। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়েছিলেন ওয়ার্ন। সেই সময়ে ওয়া অধিনায়ক। ওয়ার্ন প্রথম বার দল থেকে বাদ পড়া নিয়ে সেই সময়ে অ্যালান বর্ডারও কিংবদন্তি লেগ স্পিনারের পাশে দাঁড়িয়েছিলেন। ওয়ার্নকে বাদ দেওয়া প্রসঙ্গে ওয়া বলেছিলেন, ‘‘দলের স্বার্থে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।’’ দুজনের মধ্যে সম্পর্ক কোনও দিনও ভাল নয়। ক্রিকেটকে বিদায় জানানোর এত বছর পরও সুযোগ পেলেই একে অপরকে আক্রমণ করেন। 

আরও পড়ুনঃভারতীয় দলকে সুন্দর থেকে কঠিন দলে পরিণত করেছিল সৌরভ,মন্তব্য নাসির হোসেনের

Latest Videos

আরও পড়ুনঃবল পালিশে করা যাবে না থুতুর ব্যবহার, জানিয়ে দিল কুম্বলে কমিটি

সম্প্রতি স্টিভ ওয়াকে তার দেখা সব থেকে স্বার্থপর ক্রিকেটার বলে আখ্যা দিয়েছিলেন শেন ওয়ার্ন।  এ ভাবেই প্রাক্তন অজি তারকাকে আক্রমণ করেছিলেন শেন ওয়ার্ন। পরিসংখ্যান দেখিয়ে ওয়ার্ন বলেছিলেন, ওয়া ১০৪টি রান আউটের সঙ্গে জড়িত। তার মধ্যে ৭৩ বারই আউট হয়েছেন ওয়ার ব্যাটিং পার্টনার। ওয়ার্নের এহেন আক্রমণের পরই সরগরম হয়ে ওঠে ক্রিকেট দুনিয়া। ওয়ার্নের বক্তব্যের সমালোচনাও করেন অনেকে। কিন্তু সেই সময় পাল্টা কোনও উত্তর দেননি সর্বদা শান্ত স্বভাবের স্টিভ ওয়া। এবার কিংবদন্তি লেগ স্পিনারের করা এ হেন অভিযোগের জবাবে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ওয়া বলেছেন, ‘‘দু’ জন মানুষের মধ্যেই ঝামেলা হয়। এখানে তো দু’ জন নেই। একজন একতরফা বলে চলেছে। আমার কোনও প্রতিক্রিয়া নেই।’’ ওয়া অবশ্য উড়িয়ে দিয়েছেন ওয়ার্নের করা অভিযোগকে। ওয়ার্নের আক্রমণের কোনও জবাবই দিতে চাননি ওয়া। ক্রিকেট বিশষজ্ঞদের মতে এই ভাবেই কিছু না বলেই ওয়ার্নকে সব জবাব দিয়ে দিয়েছেন ওয়া। এই ঘটনা একইসঙ্গে প্রমাণ করে ক্রিকেট ছাড়ার এত বছর পরও সম্পর্ক জোড়া লাগেনি দুই অজি তারকার।

আরও পড়ুনঃক্রিকেট থেকে বিরতি,টিকটক সুপারস্টার হয়ে উঠলেন ডেভিড ওয়ার্নার

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar