টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অভিনব উপায় বাতলালেন প্রাক্তন অজি তারকা ব্র্যাড হগ

  • করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আকাশেও কালো মেঘ
  • পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রশ্নের মুখে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ
  • কোন পথে বিশ্বকাপ আয়োজন করা যায় তা নিয়ে ভাবনা শুরু বিশেষজ্ঞদের
  • বাস্তব না হলেও অভিনব পথ বললেন প্রাক্তন অজি তারকা স্পিনার ব্র্যাড হগ
করোনা ভইরাসের জুড়ে বিশ্ব জুড়ে স্তব্ধ সব ধরনের স্পোর্টিং ইভেন্ট। ফুটবেলর পাশাপাশি ক্রিকেটেও ব্যাপক আঘাত হেনেছে কোভিড ১৯ ভাইরাস। মারণ ভাইরাসের জেরে  স্থগিত বা বাতিল হয়ে গিয়েছে ক্রিকেটের একাধিক আন্তর্জাতিক সিরিজ। স্থগিত হয়ে গিয়েছে একাধিক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। বিশেষ করে ভারতের কোটিপতি লিগ আইপিএলের ভবিষ্যতও বিশ বাঁও জলে। এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এছাড়াও চলতি বছরেই অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বিশ্ব জুড়ে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েও কোনও আশার বাণী শোনানো যাচ্ছে না। অস্ট্রেলিয়াতেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েও এখন থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃলকডাউনে নিজেকে ফিট রাখতে সন্তানদের নিয়ে ওয়েট লিফটিং রোনাল্ডোর, দেখুন ভিডিও
আরও পড়ুনঃলকডাউনে ভারত বনাম অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ইডেন টেস্টের স্মৃতিচারণায় সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও, অনেকেই কোন পথে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব তা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। কতটা বাস্তব সম্মত তা নিয়ে প্রশ্ন থাকলেও, বিশ্বকাপ আয়োজনের অভিনব পথ দেখালেন প্রাক্তন অজি তারকা ব্র্যাড হগ।চলতি বছরের ১৮ অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ব্র্যাড হগের প্রস্তাব, নির্দিষ্ট সময়ের এক বা  দেড় মাস আগেই সব দলকে অস্ট্রেলিয়া নিয়ে আসা উচিত। বিমানে ওঠার আগে সবার করোনা টেস্ট হওয়া বাধ্যতামূলক। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে, তাই চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়ায় পৌঁছবে অংশগ্রহণকারী দেশগুলো। অস্ট্রেলিয়ায় পৌঁছাবার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর ফের সবার করোনা টেস্ট হবে। টেস্টের ফলাফল আসার পর মাঠে অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া যাবে না বলে জানান হগ।এমন কী খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখারও অভিনব কৌশল শেখালেন এই অস্ট্রেলিয়ান তারকা। তিনি বলেন, ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব একটা কঠিন নয়। স্লিপে দাঁড়ানোর ক্ষেত্রে দুজনের মধ্যে ২মিটারের ব্যবধান রাখার নিয়ম বলবৎ করার প্রস্তাব দিচ্ছেন হগ। টিভির পর্দায় বিশ্বকাপ দেখা থেকে কোটি কোটি মানুষকে বঞ্চিত করার কোনও কারণ দেখছেন না ব্র্যাড হগ।
আরও পড়ুনঃভাঙা হাঁটু নিয়ে গোটা বিশ্বকাপ খেলেছিলেন মহম্মদ সামি, নিজেই ফাঁস করলেন সেই রহস্য
 

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News