করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Former Indian Cricketer) ও বর্তমান বিজেপি এমপি (BJP MP) গৌতম গম্ভীরব (Gautam Gambhir)। নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানান আক্রান্ত হওয়ার কথা। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন আইপিএল ২০২২ (IPL 2022) -এ লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মেন্টর।
দেশে জুড়ে করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউয়ের সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ এখনও কাটেনি। চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। ওমিক্রণ (Omicron) আতঙ্কও এখনও পর্যন্ত পুরোপুরি কাটেনি। প্রথম দুই ঢেউয়ের মতই তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। রাজনীতি, শিল্পী থেকে ক্রীড়া জগৎ অতিমারি ভাইরাস থাবা বসিয়েছে সব জায়গাতেই। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ২০১১ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তথা আইপিএলে কেকে আরকে দুবার ট্রফি এনে দেওয়া, বর্তমানে দিল্লির বিজেপি সাংসদ (BJP MP) গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড রিপোর্ট পজেটিভ আসার কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer) তথা বর্তমান বিজেপি নেতা।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে গৌতম গম্ভীর লিখেছেন,'কিছু মৃদু উপসর্গ আগে থেকেই ছিল। পরীক্ষার পর আজ জানতে পারলাম আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।' জানা গিয়েছে সামান্য উপসর্গ থাকলেও বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন গৌতম গম্ভীর। শারীরিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল রয়েছে। চিকিৎসকের পরামর্শ মতন বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন বিজেপি সাংসদ। দলের তরফ থেকে খোঁজ নেওয়া হয়েছে সাংসদের। স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ক্রিকেট জগতের ব্যক্তিত্বরাও। সকলেই গৌতম গম্ভীরের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার কামনা করেছেন।
প্রসঙ্গত, ক্রিকেটকে বিদায় জানানোর পর রাজনীতির ময়দানে আসার পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন গৌতম গম্ভীর। তবে এবার ফের আইপিএলের আঙিনাতেও দেখা যাবে প্রাক্তন তারকা ক্রিকেটারকে। আইপিএল ২০২২ (IPL 2022) -এ নতুন দল লখনউয়ের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। সোমবারই লখনউ দল তাদের নাম ও অফিসিয়াল লোগো প্রকাশ্যে এনেছে। লখনউ দলের নাম রাখা হয়েছে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Giants)। ইতিমধ্যেই এই দল অধিনায়ক হিসেবে নিয়েছেন কেএল রাহুলকে। এছাডাও নিয়েছেন স্পিনার রবি বিষ্ণোই ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে। দলের মেন্টর গৌতম গম্ভীরও দ্রুত সুস্থ হয়ে উঠুক বলে প্রার্থনা লখনউ ফ্যানেদের।