পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ব্যঙ্গ, ভিডিও শেয়ার করে বিস্ফোরক টুইট গম্ভীরের

  • পাকিস্তান নিয়ে বিস্ফোরক টুইট গম্ভীরের
  • পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রাক্তন ভারতীয় ওপেনারের
  • ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে পাকিস্তানকে আক্রমণ গম্ভীরের
  • একটি টিম বাসের পিছনে ২০টিরও বেশি নিরাপত্তা বাহিনীর গাড়ি

debojyoti AN | Published : Oct 1, 2019 8:14 AM IST / Updated: Oct 01 2019, 03:05 PM IST

প্রায় এক দশক পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তবে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কার এই সফর ঘিরেও তৈরি হয়েছিল সংশয়। পাকিস্তানের নিরাপত্তার কারণে এই সফর বয়কট করেছিলেন শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার। পরবর্তীতে বাকিদের নিয়ে এই সফরে পারি দিয়েছে শ্রীলঙ্কা দল। ইতিমধ্যেই সন্ত্রাসবাদিদের রোল মডেল হিসাবে প্রমানিত হয়ে গিয়েছে পাকিস্তান। এবার সেই নিরাপত্তা নিয়েই ফের পাকিস্তানকে টুইটরে ব্যাঙ্গ করলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ও সাংসদ গৌতম গম্ভীর। পাকিস্তানের একটি ভাইরাল হওয়া ভিডিওর নিরিখে পাকিস্তানকে ফের আক্রমণ করলেন গম্ভীর।

ভিডিওটি দেখার পর টুইট করে গম্ভীর লেখেন, 'কাশ্মীর কাশ্মীর করে নিজেদের দেশ ও করাচিকেই ভুলে গিয়েছে পাকিস্তান।' ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখানো হয়েছে ম্যাচের আগে প্রবল নিরাপত্তার কবলে মুরে নিয়ে যাওয়া হচ্ছিল দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কার টিম বাসকে। একটি দলের বাসের পিছনে ছিল ২০টিরও বেশি নিরাপত্তা রক্ষকদের গাড়ি পাশাপাশি ছিল একাধিক কনভয়ও। আর সেটা দেখেই হাস্যকর ভাবে পাকিস্তানকে ব্যাঙ্গ করলেন গম্ভীর। পাশাপাশি ভিডিওতেও পাকিস্তানের এক বাসিন্দাও বলেন, 'করাচিতে এভাবেই ম্যাচ খেলা হয়। এখানে এতটা নিরাপত্তার দরকার পরে।'

Latest Videos

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে প্রায় এক দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসেছিল পাকিস্তানে। গম্ভীরের ইঙ্গিত অনুযায়ী ভারতের মাটিতে খেলা হলে একটি দলের বাসের জন্য লাগে না এত নিরাপত্তা। তবে পাকিস্তানের মাটিতে নিজেদের নিরাপত্তা নিয়েই ভরসা পান না পাকিস্তানিরা। আর সেই কারণে এই টুইট করে ব্যাঙ্গ গম্ভীরের। কাশ্মীরের জন্য না ভেবে এই মুহূর্তে পাক প্রশাসনকে পাকিস্তানের নিরাপত্তা নিয়েই চিন্তা করার ইঙ্গিত দিলেন গম্ভীর।

Share this article
click me!

Latest Videos

তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি