দিল্লি ও হায়দরাবাদের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে এগিয়ে কোন দল, জেনে নিন আপনিও

আজ আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি হায়দারাবাদ ও দিল্লি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই ম্য়াচ। বর্তমানে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। একেবারে শেষে সানরাইজার্স। আজ জিততে মরিয়া দুই দল।
 

Asianet News Bangla | Published : Sep 22, 2021 9:13 AM IST / Updated: Sep 22 2021, 03:35 PM IST

বিগত ১৩ মরসুম ধরে আইপিএল ট্রফি (IPL 2021) অধরা রয়েছে  যে আইপিএল দলগুলি (IPL Franchise)  তাদের মধ্যে অন্যতম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ২০২০ মরসুমে ফাইনালে (IPL Final) উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হারতে হয়েছে। তবে বিগত দুই মরসুম ধরে আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রাজধানীর দল। ২০২১ মরসুমেও এখনও পর্যন্ত লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। আজ সানারইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হবে দিল্লি (Delhi)। এই মরসুমে সানরাইজার্স একেবারেই তাদের সেরা ফর্মে নেই। আইপিএলের ইতিহাসে ২ বার হায়দরাবাদের (IPL Champion Hyderabad) দল চ্যাম্পিয়ন হলেও, এবার তারা লিগ টেবিলের (IPL Point Table) একেবারে শেষে রয়েছে অরেঞ্জ আর্মি (Sunriseres Hyderabad- the Orange Army)।

চলতি বছরে ফর্মের নিরিখে দিল্লি ক্যাপিটালস এগিয়ে থাকলেও, পরিসংখ্যানের নিরিখে কিন্তু এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। যেখানে বর্তমানে অধিনায়ক কেন ইলিয়মসনের দল ১১টি ম্য়াচে জয় পেয়েছে। অপরদিকে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে ৮টি ম্য়াচে। ফলে সার্বিক জয়ের নিরিখে এখনও ৩ ম্যাচ এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। 

আরও পড়ুনঃIPL 2021, SRH vs DC- পন্থের দিল্লি না উইলিয়ামসনের হায়দরাবাদ, কে করবে বাজিমাত

আরও পড়ুনঃদিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন এক নজরে

আরও পড়ুনঃঅনুষ্কার কারণেই অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন আরসিবি তারকার

আজকের ম্যাচে শেষ চারের দিকে আরও একধাপ এগোনো ও পরিসংখ্যানের লড়াইয়ে ব্যবধান কমানোই লক্ষ্য দিল্লির। প্লে অফের টিকিটের জন্য দ্বিতীয় রাউন্ডে ৬ ম্য়াচের মধ্যে দুটোতেই জিততে হবে ঋষভ পন্থের দলকে। অপরদিকে দ্বিতীয় লেগে সাতে সাতটি ম্য়াচই জিততে হবে কেন উইলিয়ামসনের দলকে। শেষ চারের আশা জিইয়ে রাখতে আজকের ম্য়াচে জয় অবশ্যম্ভাবী হায়দরাবাদের।

Share this article
click me!