IPL 2021, KKR vs SRH, মর্গ্যান বনাম উইলিয়ামসনের লড়াইয়ে এগিয়ে কে, কী বলছে ইতিহাস

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) মেগা ফাইট। সুপার সানডে তে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আজকের ম্যাচ ডু অর ডাই ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) দলের কাছে। অপরদিকে সম্মানরক্ষার লড়াই কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান।
 

আইপিএল ২০২১-এর (IPL 2021) সুপার সানডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও কেন উইলিয়ামসনের  (Kane Williamson) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। বর্তমানে ১২ ম্যাচে ৫টি জয়ের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কেকেআর (KKR)। প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচে জিততেই হবে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। অপরদিকে ১১ ম্য়াচে ২টি জয় ৪ পয়েন্ট নিয়ে শেষে অষ্টম স্থানে রয়েছে অরেঞ্জ আর্মি (Orange Army)। আজকের ম্য়াচে কেকেআরের প্লে অফে ওঠার স্বপ্ন ভঙ্গ করাই লক্ষ্য় হায়দরাবাদের।

Latest Videos

তবে মেগা ম্য়াচে নামার আগে দু দলের সাক্ষাতের ইতিহাস কিন্তু কিছুটা বাড়তি অক্সিজেন দেবে কলকাতা নাইট রাইডার্সকে। কারণ আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত মোট ২০ বার সাক্ষাৎ হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের। তার মধ্যে বর্তমানে ৬০ শতাংশ ম্য়াচেই জয় পেয়েছে নাইটরা। অর্থাৎ বর্তমান অধিনায়ক ইয়ন মর্গ্যানের দল জয় পেয়েছে ১৩টি ম্যাচে। অপরদিকে নিজামের শহরের দল জিতেছে মাত্র ৭টি ম্য়াচে। ফলে সেই পরিসংখ্যান কিছুটা শোধরানো যেমন কেন উইলিয়ামসনের দলের লক্ষ্য। তেমনই কেকেআরের একমাত্র টার্গেট এখন প্লে অফে জায়গা পাকা করা।

প্রসঙ্গত, এবারের আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে ভারতের মাটিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্য়াট করে ১৮৭ রান করেছিল কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করছিলেন নীতিশ রানা। অর্ধশতরান করেছিলেন রাহুল ত্রিপাঠীও। জবাবে হায়দরাবাদের জনি বেয়ারস্টো ও মনীশ পাণ্ডে হাফ সেঞ্চুরি করলেও দলকে জয়  এনে দিতে পারেনি। ১০ রানে ম্যাচ জিতেছিল ইয়ন মর্গ্যানের দল। দ্বিতীয় পর্বে সানরাইজার্সকে হারিয়ে প্লে অফের দিকে আরও এক ধাপ এগোনোর বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর।

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন