দলের জন্য খেলি না! রোহিতের মন্তব্যে ফের তোলপাড় ভারত

  • রোহিত-বিরাট বিতর্কে মুখ খুললেন সহঅধিনায়ক
  • এর আগে বিরাট কোহলি ও রবি শাস্ত্রী দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন
  • রোহিত বললেন তিনি দলের জন্য খেলতে নামেন না
  • এই মন্তব্যে তিনি কি বোঝাতে চাইলেন তাই নিযে চর্চা শুরু হয়েছে

amartya lahiri | Published : Aug 1, 2019 6:27 AM IST

এবার আসরে নামলেন রোহিত শর্মাও। ওয়েস্টইন্ডিজ সফরে ভারতীয় দল রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সহঅধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাট করতে নামার মুহূর্তের ছবি দিয়ে লিখলেন, 'আমি দলের জন্য খেলতে নামি না। খেলতে নামি দেশের জন্য।'

এরপরই এই বার্তার মাধ্যমে তিনি ঠিক কি বলতে চেয়েছেন, তাই  নিয়ে চর্চা শুরু হয়েছে। দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই তা প্রমাণেরই চেষ্টা চালাচ্ছে ভারতীয় দল। অধিনায়ক ও প্রধান কোচের পর সহ অধিনায়কও এই বার্তার মাধ্যমে তাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন অনেকে। ভারতীয় দল ক্যারিবিয়ান সফরে রওনা হওয়ার আগে জানা গিয়েছিল, সিওএ থেকে সিনিয়র ক্রিকেটারদের সোশ্য়াল মিডিয়ায় ইতিবাচক বার্তা দিয়ে এই বিতর্কের অবসান ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই রোহিত এই পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে।

Latest Videos

তবে রোহিতকে যারা কাছ থেকে দেখেছেন, তাঁদের মতে বিরাট-রোহিত দ্বন্দ্বের খবর প্রকাশ পাওয়ার পর অনেক সমর্থকই বলেছিলেন সেমিফাইনালে রোহিত ইচ্ছা করেই খারাপ খেলেছিলেন। সম্ভবত তাদের উদ্দেশ্যেই রোহিত বার্তা দিয়েছেন।

এর আগে বিরাট কোহলি বলেছিলেন দলের সবাই মিলে ভারতীয় ক্রিকেটকে তাঁরা অন্য উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন জড়িয়ে কুৎসা করার চেষ্টা করা হচ্ছে। কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন দলের অন্দরে কোনও বিরোধ নেই।  

 

Share this article
click me!

Latest Videos

'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
ন্যায় বিচারের দাবির ৮০ দিন পার, মশাল হাতে CGO অভিযান জুনিয়র চিকিৎসকদের
Gosaba-র আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ধৃত ১০! ঘটনার জেরে উত্তাল গোটা এলাকা
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia