ICC Awards 2021: মান রাখলেন স্মৃতি মন্ধনা, আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার ভারতীয় ওপেনার

আইসিসি অ্য়াওয়ার্ড ২০২১ (ICC Awards 2021) -এ অবশেষে ব্যক্তিগত পুরষ্কার জিতল ভারত (India)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) নিরাশ করলেও আইসিসির (ICC)বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেটার (Indian Womens Cricketer)স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। 
 

আইসিসির বর্ষসেরা (ICC Awards 2021) পুরষ্কারের তালিকায় এবার একেবারেই ভালো যায়নি ভারতীয় পুরুষ ক্রিকেটারদের। ব্যক্তিগত কোনও বিভাগেই পুরষ্কার জিততে পারেনবি বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma),কেএল রাহুলরা (KL Rahul)। শুধুমাত্র আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ৩ জন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছে। তারা হলে রোহিত শর্মা, ঋষভ পন্থ (Rishabh Pant)ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অপরদিকে পাকিস্তানি  ক্রিকেটারদের আইসিসি অ্যাওয়ার্ডে রমরমা কিছুটা হলেও আত্মসম্মানে লাগছিল ভারতীয় ক্রিকেট প্রেমিদের। অবশেষে ২০২১ সালের আইসিসি অ্যাওয়ার্ডে ভারতের মান রাখলেন মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। আইসিসির ২০২১ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা ব্যাটসম্যান।

২০২১ সালটা ব্য়াটে হাতে অনবদ্য গিয়েছিল স্মৃতি মন্ধনার। ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। তিন ফর্ম্যাটেই নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করেছেন স্মৃতি মন্ধনা। ২০২১ সালে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি২০ ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন স্মৃতি মন্ধনা। মোট রান করেছিলেন ৮৫৫। ভারতের ওপেনার ৩৮.৮৬ গড়ে এই ৮৫৫ রান সংগ্রহ করেন। গত বছরে স্মৃতি মন্ধনার ঝুলিতে ছলি একটি সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মন্ধনা ছাড়াও দৌড়ে ছিলেন লিজেল লি, ট্যামি বিউমন্ট, গ্যাবি লুইসরাও। তবে সকলের মধ্যে বিচার করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা স্মৃতি মন্ধনাকেই ২০২১ সালের আইসিসির সেরা মহিলা ক্রিকেটার হহিসেবে বেছে নিয়েছেন। এবার আইসিসির অ্যাওয়ার্ডে একমাত্র ভারতীয় হিসেবে ব্যক্তিগত পুরষ্কার পেলেন স্মৃতি মন্ধনা।

Latest Videos

 

 

প্রসঙ্গত, আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। যদিও আইসিসির (ICC)বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের পুরস্কার হাতে তুলতে পারেনি মন্ধনা। বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের জন্য মনোনীত চারজনের তালিকায় নাম ছিল মন্ধনার। এই সম্মান পান ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। ট্যামি বিউমন্ট ২০২১ সালে ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩৩.৬৬ গড়ে ৩০৩ রান সংগ্রহ করেছেন। , স্মৃতি মন্ধনা ২০২১ সালে ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩১.৮৭ গড়ে ২৫৫ রান সংগ্রহ করেছেন। তবে সেরা টি২০ একাদশে সুযোগ পেয়ে ও বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান পেয়ে খুশি স্মৃতি মন্ধনা।
 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন